E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনা মানেই দেশ ও জাতির উন্নয়ন : তারানা 

২০১৮ অক্টোবর ০৪ ১৬:০২:১৮
শেখ হাসিনা মানেই দেশ ও জাতির উন্নয়ন : তারানা 

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, শেখ হাসিনা মানেই দেশ ও জাতির উন্নয়ন। দেশের জনগণ পরপর দু’বার নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ সেবার সুযোগ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের সেবক হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার প্রতি দেশের জনগণের আস্থা আছে। 

তথ্য প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” প্রতিপাদ্যে ৪র্থ উন্নয়ন মেলা উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে সোনার বাংলা উপহার দিয়েছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছরে দেশে যে পরিমান উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছেন তা দেখে দেশের জনগণ আগামি সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করবেন।

তথ্য প্রতিমন্ত্রী পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগম, মাভাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। টাঙ্গাইল কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ১০৫ টি স্টল অংশ নিচ্ছে ।

(আরকেপি/এসপি/অক্টোবর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test