E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনা-৪ : ভূমিমন্ত্রীর মনোনয়নের দাবিতে একাট্টা ঈশ্বরদীর চেয়ারম্যানরা

২০১৮ অক্টোবর ০৪ ১৬:২২:২১
পাবনা-৪ : ভূমিমন্ত্রীর মনোনয়নের দাবিতে একাট্টা ঈশ্বরদীর চেয়ারম্যানরা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপিকে ৫ম বারের মতো দলীয় মনোনয়ন দানের দাবি জানিয়েছেন ঈশ্বরদীর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

শামসুর রহমান শরীফের পক্ষে একযোগে হাত তুলে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে চেয়ারম্যানরা বললেন, আসন্ন প্রতিদ্বন্দ্বিতামূল নির্বাচনে পাবনা-৪ আসনে ভূমিমন্ত্রীর বিকল্প নেই। ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জনপ্রতিনিধিরা হাত তুলে এই অভিমত ব্যক্ত করেছেন।

ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বিশ্বাসের, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন, লক্ষ্মিকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান শরিফ, সাহাপুর ইউপি চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকির, সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পাকশী ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা, সলিমপুর ইউপি’র চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা ও দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার প্রমুখ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু বলেন, ঈশ্বরদীতে অর্ধ ডজন আওয়ামী লীগ নেতা মনোনয়ন প্রত্যাশা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কিন্তু ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি পর পর ৪ বার নির্বাচিত হয়ে ঈশ্বরদী ও আঘোড়িয়ায় ব্যাপক উন্নয়ন করেছেন এলাকার জনগণের শান্তি নিশ্চিত করেছেন। উন্নয়ন কাজ এখনও যেগুলো অসমাপ্ত রয়েছে, সেগুলো সম্পুর্ণ করতে ভূমিমন্ত্রীকে ৫ম বারের মতো মনোনয়ন দানের প্রয়োজনীয়তা রয়েছে বলে আমরা স্থানীয় জনপ্রতিনিধিরা মনে করি।

তিনি আরো বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন, মনোনয়ন পেতে হলে অবশ্যাই দলের তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীদের সমর্থন থাকতে হবে। মন্ত্রী, এমপি কিংবা হেভিওয়েট নেতাও যদি হয়, তৃণমূলের সমর্থন না থাকলে তাকে মনোনয়ন দেয়া হবে না তাই, দলীয় সভানেত্রীর নির্দেশ মেনে তৃণমূল হতে ভূমিমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানানোর জন্য আজকের এই আয়োজন। ইতোমধ্যে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগ নেতারা ভূমিমন্ত্রীর সমর্থনে রেজুলেশন গ্রহন করেছে বলে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন।

(এসকেকে/এসপি/অক্টোবর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test