E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন

২০১৮ অক্টোবর ০৪ ১৬:২৯:৫০
গোবিন্দগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ-এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে প্রধান অতিথি ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন।

এরপর মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রাফিউল আলম, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি, কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, আব্দুর রহমান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মন্ডল, গুমানিগঞ্জ ইউপি চেয়ারম্যান এসএম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাপমারা ইউপি শাকিল আকন্দ বুলবুল। অতিথিবৃন্দ মেলায় স্থান পাওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিষয়ের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

(এসআরডি/এসপি/অক্টোবর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test