E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে প্রার্থীতা জানান দিতে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিশ নেতার মতবিনিময়

২০১৮ অক্টোবর ০৪ ১৭:৪০:৩৬
মৌলভীবাজারে প্রার্থীতা জানান দিতে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিশ নেতার মতবিনিময়

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : চলতি মাসেই দেশের রাজনৈতিক অঙ্গনে চলবে নানা মেরুকরন। এর পরপরই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে জোট-মহাজোটের সম্ভাব্য প্রার্থীরাও বসে নেই। বিভিন্ন কৌশলে নিজের প্রার্থীতা জানান দিতে নিজের নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় তৎপরতাও শুরু করে দিয়েছেন অনেকে। 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের শরিকদল খেলাফত মজলিশ মাসকয়েক পূর্বেই তাদের দলীয় জনসভায় দলটির আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মৌলভীবাজার সদর রাজনগর-৩ আসনটির জন্য দলের প্রার্থী হিসেবে ঘোষনা করেন রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলালের নাম। এর পর থেকে দলটির জনপ্রিয় এই নেতা নির্বাচনী আসনের বিভিন্ন জায়গায় আগাম প্রচারণা শুরু করেন। নির্বাচনের আর মাত্র তিন মাস বাকি তাই আবারো নিজের প্রার্থীতা জানান দিতে এবার সাংবাদিকদের সাথে মতবিনিয় করেন দলের সম্ভাব্য এই প্রার্থী।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের হলরুমে বিভিন্ন ইলেক্ট্রনিক্স , প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে এই মতবিনিময় করেন মাওলানা আহমদ বিলাল। মতমিনিময় সভায় উপস্থিত ছিলেন, দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ সামছুজ্জামান চৌধুরী জেলা সহ-সভাপতি মাও: ফখরুল ইসলাম হাফিজ আসাদ আহমদ, সৈয়দ সাইফুর রহমান, কাজী হারুনুর রশীদ, মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, মাওলানা জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করে আহমদ বিলাল বলেন, সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন পর্যন্ত ক্ষমতাসীন সরকার নির্বাচনের পদ্ধতিগত সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি। তারা যেনতেন ভাবে একটি নির্বাচন দিয়ে আবারো ক্ষমতায় আসীন হওয়ার পাঁয়তারা করছে। সরকারের এই গুজামিল নির্বাচনী পদ্ধতির বিপক্ষে খেলাফত মজলিশের অবস্থান । তিনি বলেন, খেলাফত মজলিশ একটি অবাধ-সুষ্টু ও অংশগ্রহণ মূলক নির্বাচন চায়।

জোটগতভাবে বিএনপি নেতৃত্বাধীন বিশদলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিশ। তাই দেশে সুষ্টু নির্বাচনের পরিবেশ তৈরি হলে এবং ২০ দলীয় ঐক্যজোট নির্বাচনে অংশগ্রহণ করলে খেলাফত মজলিশ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি আরো বলেন, ইতিমধ্যে খেলাফত মজলিশ যে কয়টি আসনে নির্বাচন করবে তন্মধ্যে মৌলভীবাজার সদর রাজনগর-৩ আসনটি অন্যতম। এরই ধারাবাহিকতায় খেলাফত মজলিশের আমীর ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক মৌলভীবাজারে চলতি বছরের ২২ মার্চ এর জনসভায় কেন্দ্রীয় সিদ্ধান্তানুযায়ী মৌলভীবাজার-৩ আসন থেকে আমাকে দলীয় প্রার্থী ঘোষনা করে বলেন, এই আসনটি আমরা জোট থেকেও পাব। তাই নিয়মিত সাংগঠনিক তৎপরতার পাশাপাশি মাঠে নির্বাচনী কাজও করে চলেছি।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাভিষনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, দৈনিক প্রথমআলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, দৈনিক মৌমাছী কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু: ইমাদ উদ-দীন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হুসাইন আহমদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, বাংলা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দেনিক বাংলা৭১ এর জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

আহমদ বিলালের লিখিত বক্তব্য শেষে আগামী নির্বাচন নিয়ে দলটির অবস্থান নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ সামছুজ্জামান চৌধুরী।

(একে/এসপি/অক্টোবর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test