E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন 

২০১৮ অক্টোবর ০৪ ১৭:৪৮:১০
ঝিনাইদহে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন 

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৪ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আযম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হারুন অর রশিদ যশোর কোতয়ালী থানার চাউলিয়া গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে ও গোলাম মোস্তফা ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের হারেজ বিশ্বাসের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের বিসিক শিল্প এলাকা থেকে ৫০০ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ চালক হারুন অর রশিদকে আটক করে র‌্যাব।

এ ঘটনায় ওইদিন চালক ও মালিক গোলাম মোস্তফার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানী শেষে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেন।

(জেআরটি/এসপি/অক্টোবর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test