E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মৌলভীবাজারে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

২০১৮ অক্টোবর ০৪ ১৭:৪৯:৩৩
মৌলভীবাজারে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

মোঃ আাব্দুল কাইয়ু, মৌলভীবাজার : উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের সবকটি জেলা-উপজেলায়  ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে । সেই ধারাবাহিকতায় মৌলভীবাজারেও তিনদিন ব্যাপী বর্ণাঢ্য  আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে ৪র্থ উন্নয়ন মেলা। মেলা উপলক্ষে মৌলভীবাজার শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে শুভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী এই উন্নয়ন মেলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন।

এরপর মেলা প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় সরকারের দেশব্যাপী উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বক্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মেছবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিলেট বিভাগ) মতিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।

মেলা সূত্রে জানা যায় , তিনদিন ব্যাপী এই উন্নয়ন মেলায় জেলা নির্বাচন অফিস, বর্ডার গার্ড বাংলাদেশ, খাদ্য বিভাগ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), মহিলা অধিদপ্তর, জেলা কারাগার, কৃষি বিভাগ, ভোক্তা অধিকার, চা গবেষণা ইন্সটিটিউটসহ সর্বমোট ১১৫টি স্টল স্থান পেয়েছে।

(একে/এসপি/অক্টোবর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test