E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অপরাধীদের আইনের আওতায় আনতেই ডিজিটাল আইন : আইনমন্ত্রী

২০১৮ অক্টোবর ০৪ ১৮:০৪:২০
অপরাধীদের আইনের আওতায় আনতেই ডিজিটাল আইন : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অপরাধীদের আইনের আওতায় আনতেই ডিজিটাল নিরাপত্তা আইন। সেটা নিয়ে যে কথাবার্তা চলছে, স্বাধীন সাংবাদিকতা, বাক স্বাধীনতা এইসব ব্যাহত হবে, এই কথাগুলো কিন্তু নিরর্থক।

অপরাধীদের যদি আইনের আওতায় আনা না হয়, তাহলে তারা এমন কাজ করতেই থাকবে, তাতে দেশ-সমাজ-ব্যক্তি’র ভাবমূর্তি নষ্ট হতেই থাকবে। সেটার জন্য এই আইন করা হয়েছে। কেউ যদি এই অপরাধ না করে তাহলে নিশ্চই এই আইনের আওতায় আসবে না। মাননীয় প্রধানমন্ত্রী বার-বার বলেছেন, আমিও বলছি এটা কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে আইন নয়। সাংবাদিকদের খর্ব করা আইন নয়।

তিনি আরো বলেন,এডিটর কাউন্সিল থেকে যে দাবি গুলো দেয়া হয়েছে, সেগুলো নিয়ে মন্ত্রী পরিষদে জানাবো। মন্ত্রী পরিষদ যে দিক নির্দেশনা দিবে সেটা নিয়ে আবারো আলোচনা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শুভ উদ্ভোধন ও দিনাজপুর জেলা আইনজীবি সমিতি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা ও দায়রা জজ আজিজুর রহমান ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ অন্যরা।

এর আগে আইনমন্ত্রী দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

(এসএএস/এসপি/অক্টোবর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test