E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এসএসসিতে বরিশালে মেধা ও সাধারণ বৃত্তি পেয়েছে ১৩৯৫ শিক্ষার্থী

২০১৮ অক্টোবর ০৪ ১৮:০৯:৫৯
এসএসসিতে বরিশালে মেধা ও সাধারণ বৃত্তি পেয়েছে ১৩৯৫ শিক্ষার্থী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১ হাজার ৩৯৫ শিক্ষার্থীকে মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যারমধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ১০০ জন শিক্ষার্থী। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে মহানগর এলাকায় আটজন, উপজেলা অনুযায়ী ১৬৮ জন এবং জেলা অনুযায়ী গোটা বিভাগে ১ হাজার ১১৯ জনকে বৃত্তি দেয়া হবে।

শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, বিভাগের বরিশাল জেলায় ৪২, ঝালকাঠীতে ৫, পটুয়াখালীতে ১৫, বরগুনা ১১, পিরোজপুরে ১২ ও ভোলায় ১৫জন মেধাবৃত্তি পেয়েছেন।

অপরদিকে উপজেলার ১৬৮টি ব্যতিত জেলা অনুযায়ী ১ হাজার ১১৯ জনকে বৃত্তি দেয়া হবে। যে অনুযায়ী বিভাগের বরিশাল জেলায় ৩৯৭, ঝালকাঠীতে ৮৬, পটুয়াখালীতে ১৯৩, বরগুনা ১২৪, পিরোজপুরে ১৪৪ ও ভোলায় ১৭৫ জন শিক্ষার্থী সাধারন বৃত্তি পেয়েছে।

চলতি বছরের জুলাই মাস হতে ২০২০ সালের জুন মাস পর্যন্ত ২ বছর মেয়াদে এই বৃত্তি দেয়া হবে। শুধুমাত্র নিয়মিত ছাত্র-ছাত্রীরাই বৃত্তি পাবে বলে উল্লেখ করা হয়। মেধাবৃত্তিতে মাসিক ৬০০ ও এককালীন অনুদান (প্রতি বছর) ৯০০ এবং সাধারণ বৃত্তিতে মাসিক ৩৫০ ও এককালীন ৪৫০ টাকা করে প্রদান করা হবে।

(টিবি/এসপি/অক্টোবর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test