E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জের সাত খুন মামলার দণ্ডপ্রাপ্ত আসামি বরিশালে গ্রেফতার

২০১৮ অক্টোবর ০৪ ১৮:১৬:৩৫
নারায়ণগঞ্জের সাত খুন মামলার দণ্ডপ্রাপ্ত আসামি বরিশালে গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আল-আমিন শরীফকে গ্রেফতার করেছে বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশ। আল-আমিন বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের খালেক শরীফের পুত্র।

সাত খুনের ঘটনার আগে তাকে সেনাবাহিনী থেকে র‌্যাবে বদলি করা হয়। ঘটনার সময় নারায়ণগঞ্জ র‌্যাবের লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের (চাকরিচ্যুত) দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন আল-আমিন।

বুধবার সন্ধ্যায় বাকেরগঞ্জ থানার ওসি মোঃ মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে বুধবার সন্ধ্যায় বরিশালে নিয়ে আসা হয়। আল-আমিন শরীফ সাত খুন মামলার তিন নম্বর আসামি।

ওসি আরও জানান, সাত খুনের ঘটনায় আল-আমিনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। এরমধ্যে একটি হত্যা ও অপরটি অপহরণ মামলা। হত্যা মামলায় মৃত্যুদন্ড ও অপহরণ মামলায় তাকে ৩৪ বছরের সাজা দিয়েছে আদালত। কিন্তু রায় ঘোষণার সময় আল-আমিন হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরে গ্রেফতারি পরোয়ানা বাকেরগঞ্জ থানায় পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

(টিবি/এসপি/অক্টোবর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test