E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাবাড়ি খেলায় ছত্রহাজারি চ্যাম্পিয়ন হওয়ায় লোহাগড়ায় আনন্দ মিছিল

২০১৮ অক্টোবর ০৫ ২১:৫৮:৪৪
কাবাড়ি খেলায় ছত্রহাজারি চ্যাম্পিয়ন হওয়ায় লোহাগড়ায় আনন্দ মিছিল

নড়াইল প্রতিনিধি : ৪৭তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি খেলায় নড়াইলের লোহাগড়া উপজেলার এলএসজেএন ইউনিয়ন ইনষ্টিটিউশন (ছত্রহাজারি) উচ্চ বিদ্যালয় কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ মিছিল বের হয়।

এ উপলক্ষে শুক্রবার (৫ অক্টোবর) সকালে ওই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষজন মোটরসাইকেল, পিকআপ, আলমসাধু যোগে উপজেলার বসুপটি এলাকা থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাভোকেট মুন্সি আমিনুর রহমান, নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়জুল হক রোম, প্রধান শিক্ষক শিকদার আব্দুল জলিল, মানিক শিকদার, মুন্সি বেনজির আহম্মেদ, রফিকুল ইসলাম, মাহবুর রহমান, রফিকুল ইসলাম আলিম, মুন্সি জিল্লুর রহমান, সরদার আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ অক্টোবর) রাজশাহী শারিরীক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী গ্রীস্ম কালীন প্রতিযোগিতায় কাবাডি খেলায় এলএসজেএন ইউনিয়ন ইনষ্টিটিউশন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

(আরএম/এসপি/অক্টোবর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test