E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় জাতীয় স্যানিটেশন মাস উদযাপিত

২০১৮ অক্টোবর ০৬ ১৬:৪৪:৪৭
সাতক্ষীরায় জাতীয় স্যানিটেশন মাস উদযাপিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ‘টেকসই উন্নয়ন,স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ ও ‘হাত ধোব নিয়মিত, থাকব সবাই স্বাস্থ্যসম্মত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস উদযাপিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুল যেয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো: ইফতেখার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, উপজেলা নির্বাহী অফিসর তহমিনা খাতুন ও রাজা মিয়া প্রমুখ।

পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুলে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ স্যানিটেশন কর্মসূচি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরলস ভাবে কাজ করে যেতে হবে।

(আরকে/এসপি/অক্টোবর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test