E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

২০১৮ অক্টোবর ০৬ ১৭:৪৫:২১
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সকালে কুটির, শিল্প ও আনন্দ মেলায় প্রবেশ করা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ পুলিশসহ ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন আছমত আলী খান স্টেডিয়ামে মাসব্যাপী অনুষ্ঠিত কুটির, শিল্প ও আনন্দ মেলায় প্রবেশ করা নিয়ে শহরের বাগেরপাড় এলাকার শামীম হাওলাদারের সাথে হরিকুমারিয়া এলাকার রাসেদুল ইসলাম খোকন তালুকদারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এরই জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশ আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সংঘর্ষের সময় ৮ পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হয়েছ । আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, কুটির, শিল্প ও আনন্দ মেলায় প্রবেশ করা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশ আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সংঘর্ষের সময় ৮ পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে মাইকিং করে সকলকে সর্তক করে দেয় পুলিশ।

এলাকায় অপ্রতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ আহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, সংঘর্ষ চলাকালীন সময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তাছাড়া আমরা এই বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে বসে একটি সমাধানে চেষ্টা করছি। যাতে এরকম অপ্রীতিকর ঘটনা আর না ঘটতে পারে।

(এএসএ/এসপি/অক্টোবর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test