E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হালুয়াঘাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রুবেলের নির্বাচনী পথ সভা 

২০১৮ অক্টোবর ০৬ ২২:৪০:৩৩
হালুয়াঘাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রুবেলের নির্বাচনী পথ সভা 

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালমান ওমর রুবেল’র নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার অপরাহ্নে উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইল বাজারের হাসপাতাল সংলগ্নস্থানে ধুরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মোজাম্মেল হোসেন খাঁন এর সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ব্যবস্থাপনা পরিচালক, ওমর গ্রুপ, সহ-সভাপতি দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি, জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি, সাধারণ সম্পাদক, জেলা বেকারী মালিক সমিতি,বড় বাজার ব্যবসায়ী সমিতি,ময়মনসিংহ ও একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালমান ওমর রুবেল।

এ সময় বক্তব্যে তিনি বলেন, জনগণের সেবা করতে হলে নেতা হওয়ার প্রয়োজন নেই। আমি নেতা হওয়ার জন্য আপনাদের সেবা করিনি। ওমর ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপজেলা প্রায় ত্রিশ হাজার ব্যাক্তিকে বিনামূল্যে চক্ষু সেবা,শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন ভাবে আর্থিক সহযোগীতা করে আসছি। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম ভবিষ্যৎতেও আপনাদের পাশে থাকব।

বিএনপি’র চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যেশ্যে বলেন, মাকে জেলে রেখে আমরা নির্বাচনের গণসংযোগ কিংবা আনন্দ উল্লাস করতে পারিনা। শিঘ্রই আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি। পাশাপাশি দল যাকে মনোনয়ন দিবে আমরা সকলে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাব।

উপজেলা বিএনপি’র সিনিয়র তিন নেতৃবৃন্ধের উদ্যেশে বলেন, আপনারা একে অপরের বিরুদ্ধে বিশদগার করেন। কেন বিশদগার করেন? এ সমস্ত বক্তব্য পরিহার করুন। যারা দলের বিরুদ্ধে কিংবা প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য রাখেন তাদেরকে প্রতিহত করার আহবান জানান উপস্থিত সমর্থকদের।

এ সময় উপস্থিত ছিলেন, যুবদলের সদস্য ইমতিয়াজ হাবীব এমদাদ, ধুরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম মোশারফ হোসেন, বিএনপি নেতা, মোঃ আনোয়ার হোসেন,মতি মিয়া, এমদাদ হোসেন, লিয়াকত আলী, মাজাহারুল ইসলাম,আব্দুল আজিজ প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি সমর্থক ও ধুরাইল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(জেসিজি/এসপি/অক্টোবর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test