E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘বাংলাদেশে পর্যটনের সবচেয়ে বড় সম্পদ জনগণ’ 

২০১৮ অক্টোবর ০৬ ২২:৪৫:৩৯
‘বাংলাদেশে পর্যটনের সবচেয়ে বড় সম্পদ জনগণ’ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পর্যটকদের আকর্ষনের জন্য বাংলাদেশে অনেক কিছু রয়েছে। তবে সহজ, সরল, বন্ধুভাবাপন্ন ও অতিথি পরায়ন মানুষই হচ্ছে এদেশের পর্যটনে সবচেয়ে বড় সম্পদ। রাশিয়ার সর্বাধিক জনপ্রিয় ভ্রমণ ব্লগার আলেগ ক্রিকেটের ৮ দিন ব্যাপী বাংলাদেশ সফর শেষে এ মন্তব্য করেছেন। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ১০ লক্ষ।

বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে রাশিয়ার জনগণের সামনে তুলে ধরা এবং দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে ৮ দিনব্যাপী বাংলাদেশ সফর শেষে ৪ জন শীর্ষ রুশ ব্লগার শনিবার ঢাকা ত্যাগ করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত রুশ প্রতিষ্ঠান এএসই গ্রুপ অব কোম্পানিজ বা এটমস্ত্রয়এক্সপোর্ট সফরটির আয়োজন করেন। এটি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন- রসাটমের প্রকৌশল শাখা।

আলেগ তাঁর মন্তব্যে আরো বলেন, “আমি বিশ্বের প্রায় ৭০টি দেশ ভ্রমণ করেছি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার এবং জনগণের সঙ্গে ভাব বিনিময়ের সুযোগ হয়েছে আমার। এটা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। এদেশের মানুষ অনেক কর্মঠ, চলমান বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ড আমাদের নজরে এসেছে। আমার বিশ্বাস বাংলাদেশের জন্য একটি উজ্জল ভবিষ্যৎ অপেক্ষা করছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোরম।”

রুশ ব্লগাররা হলেন, আলেগ ক্রিকেট (Instagram: @olegcricket), দিমিত্রি লাজিকিন (Instagram: @dimalazykin), ইরিনা গোল্ডম্যান (Instagram: @veryire) এবং নিকিতা তেতেরেভ (Instagram: @nikita_teterev)। ইনস্টাগ্রামে তাদের মোট অনুসারির সংখ্যা ১৬ লক্ষের অধিক।

সফরকালে ব্লগাররা ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন স্থাপনা পরিদর্শন করার পাশাপাশি এদেশের জনগণ, জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করেন। অর্জিত অভিজ্ঞতা তারা তাদের ব্লগের অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন এবং করবেন। এছাড়াও তারা বাংলাদেশ ও রাশিয়ার পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের অন্যতম নিদর্শন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন কাজও ঘুরে দেখেন।

ব্লগার গ্রুপের একমাত্র মহিলা সদস্য ইরিনা গোল্ডম্যান। তিনি জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন কসমোপলিটনের সাবেক সম্পাদক। ইরিনা বাংলাদেশে এসেছিলেন তার পোষা কুকুর স্পেসকে নিয়ে।

(এসকেকে/এসপি/অক্টোবর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test