E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় তিন দিনের উন্নয়ন মেলা ছিল প্রাণের উৎসব

২০১৮ অক্টোবর ০৭ ১৯:৩৩:৪৯
কেন্দুয়ায় তিন দিনের উন্নয়ন মেলা ছিল প্রাণের উৎসব

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বসেছিল তিনদিনের উন্নয়ন মেলা।

জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তিনদিনের এই মেলাটি ছিল যেন একটি প্রাণের উৎসব। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র প্রদর্শন করে মেলায় বসেছিল চল্লিশটি স্টল। এই চল্লিশটি স্টলে উপস্থাপন করা হয় সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডের চিত্র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ উন্নয়ন মেলার প্রস্তুতিমূলক সভার পর থেকেই এই মেলাকে ঢেলে সাজাতে একনিষ্ঠ ভূমিকা পালন করেন। তার পরিকল্পনায় ও বিভিন্ন উপ কমিটির সহযোগিতায় তিনদিনের এই উন্নয়ন মেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম তথা নবীণ প্রবীণ সকলের কাছেই একটি প্রাণের উৎসবে পরিনত হয়।

এই মেলায় বিভিন্ন স্টলে প্রদর্শিত সরকারের কি কি উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে এবং এসব উন্নয়ন কর্মকান্ড থেকে জনগণ কি কি সুফল ভোগ করছেন এর বাস্তব ভিত্তিক চিত্র ফুটে ওঠেছে। মেলার উদ্বোধনের বিশাল বর্ণাঢ্য দৃষ্টিনন্দন শোভা যাত্রা সকল মহলের নজর কারে। গত বছরের উন্নয়ন মেলার তুলনায় এ বছরের মেলাটি অনেক প্রাণবন্ত হয়েছে বলে দাবি করছেন দর্শকরা।

তারা আরো দাবি করে বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডের বাস্তব ভিত্তিক চিত্র এভাবে মেলার মাধ্যমে তুলে ধরা হলে জনগণ প্রত্যক্ষ ভাবে সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে বিশাল ভাবে অবগত হবে। এজন্য জনতার দাবী এ মেলার সময়সীমা আরো বাড়ানো হলে জনগণ সরকারের সফল কর্মকান্ড সম্পর্কে আরো বেশি বেশি অবগত হতে পারবে। মেলায় ৪০টি স্টলের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার কার্যালয়ের স্টল সেরা দ্বিতীয় উপস্থাপন প্রদর্শনী পুরষ্কার প্রাপ্তিতে দ্বিতীয় হয়েছে তবুও জনতার বিচারে এ স্টলটি ছিল খুবই আকর্ষনীয়। যা থেকে সরকারের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের একটি বাস্তব চিত্র ফুটে উঠেছিল।

এ ব্যপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, আমরা আমাদের স্টলের মাধ্যমে চেষ্টা করেছি সরকারের সফল কর্মকান্ডের চিত্র তুলে ধরতে। বিচারকদের সুক্ষ্য বিচারে আমরা যে পুরষ্কার পেয়েছি সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে শীর্ষ অবস্থানে পৌঁছে যেতে চাই।

সমাপনী দিনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ বলেন, উন্নয়ন মেলার প্রস্তুতিমূলক সভায় সকলের কাছে যে সহযোগিতা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি সহযোগিতা পেয়েছি। সকলের সহযোগিতার ফলেই বর্ণাঢ্য শোভাযাত্রা ও তিনদিনের উন্নয়ন মেলা প্রাণের উৎসবে পরিনত হয়েছে।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানা বলেন, সকলের আন্তরিক সহযোগিতা আমাদেরকে আগামীর আরো সুন্দর পথ দেখাবে। তিনি সকলকে অংশ গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

(এসবি/এসপি/অক্টোবর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test