E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মানিক সাইবের মতন ভালা মানুষ এমপি অওনের দরহার’

২০১৮ অক্টোবর ০৭ ২৩:১২:৩২
‘মানিক সাইবের মতন ভালা মানুষ এমপি অওনের দরহার’

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : আওয়ামীলীগ দলীয় পদ পদবীধারী নেতাকর্মীদের বাইরেও সাধারন কৃষক, শ্রমিক, জনতা ও খেটে খাওয়া মানুষের প্রাণের দাবি তাদের মুখ থেকে বেরিয়ে এসেছে গত তিন মাসের এক সরেজমিন অনুসন্ধানে।

তাদের মতে, মানিক সাইবের মতন ভালা মানুষ এমপি অওনের দরহার। নৌহার টিহেট পাওয়ার দরহার। যে নেতার লগে হগল মাইনসে কথা কইতে পারে, যে মানুষটা মুহে আসি ছাড়া কথা কয়না, হেই রহম মাইনসের দরহার এমপি অওয়ার।

আমার মতন গিরছ গাছালির মানুষ যারা বছরে একদিনও কেন্দুয়া যাইনা, আমি মনেহরি, মানিক সাইবরে যদি শেখ হাসিনা নৌহা মারহার নমিনেশন দেইন, তা অইলে আমরার নৌহায় সীল মারাডা কাজে লাগব। আর যারা এম.পি অইলে সাধারন গিরছ গাছালী, কামলা ও শ্রমিক মাইনসের কাছ থাইক্যা দূরে তাহে, যারা মানুষরে ইংস্যা করে আর শুধু বড় বড় নেতারারে জিগায়, এই রহম নেতার, এমপির আমরার দরহার নাই। আমরা চাই একজন ভালা মানুষ এমপি অউক, যে মানুষটা সব মাইনসেরে জিগাইব। গ্রামের মাইনসের সাথে বুহে বুক মিলাইয়া চলব। মানিক সাইব এক বছর অইছে ইলেকশন করত আইছে, এই এক বছরেই সব মানুষের মন জয় কইরা ফালছে।

তার মনে কোনু ইংস্যা নাই। তিনি এই এক বছরে আমরার মতন যে সব মাইনসের জিগাইছে আমরারে জীবনেও এই ভাবে কেউ জিগাইছেনা। আরে হুনেন বাবা শেখ মজিবুর সাইব ভালা মানুষ আছিন দেইখ্যাই আইজও দেশের মাইনসের ঘরে ঘরে তার নামডা আলোচনা করে। আমরা শেখ সাইবের আমল থাইক্যাই নৌহা মারহায় ভোট দেই। নৌহা মারহারে ভালোবাসি, শেখ হাসিনারে ভালবাসি, শেখ হাসিনাও গরিব মাইনসেরে ভালবাসেন। অহন গরিব মাইনসের বাড়িত শেখ হাসিনা ঘর বাইন্দ্যা দিতাছেন, দেইখ্যা খুব খুশি লাগতাছে। সামনের ইলেকশনে শেখ হাসিনা যদি মানিক সাইবেরে নৌকা মারহার নমিনেশন দেয় তাইন অনেক ভোট পাইয়্যা পাস করব। আমরার মত গিরছ গাছালি ও কামলা মানুষও তারে অনেক ভোট দিব।

এরকম ভাষায় মনের আকুতি নিয়ে প্রাণের কথাগুলো বলছিলেন, কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামের ফজল ফকির, কান্দিউড়া গ্রামের রিকশা শ্রমিক সাইর উদ্দিন, সাজিউড়া গ্রামের কৃষক সিদ্দিক মিয়া, রামনগর গ্রামের দুলাল মিঞা, বলাইশিমুলের শফিকুল, ফরিদ, রাজাইলের কালাম, কুমুড়–রার মাসুদ, সড়াপাড়ার লাট মিয়া, মঞ্জুরুল হক মুন্সি, বলাইশিমুলের মাছ বিক্রেতা একদিল মিয়া, বজলু মিয়া, আশুজিয়ার মিয়ারগাতী গ্রামের মুদি দোকানদার রুহিদ মেম্বার, মাছ বিক্রেতা বাবুল, চা বিক্রেতা খালেক সহ আরো অনেকেই।

আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া গ্রামের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক পল্লী চিকিৎসক ফজলুর রহমান, বলাইশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তাবিত যুগ্মসাধারন সম্পাদক আতিকুর তালুকদার চুন্নু, আশুজিয়া ইউনিয়নের কৃষকলীগের সম্পাদক মোস্তাক আহমেদ ও আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মঙ্গলসীদ্ধ গ্রামের মঞ্জুরুল হক বলেন, গ্রামের শত শত সাধারন কৃষক শ্রমিক ও খেটে খাওয়া মানুষ মুক্তিযোদ্ধা মানিক ভাইকেই আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে দেখতে চায়, এইরকম শত শত মানুষ তার জন্য আল্লাহর কাছে নামায পড়ে প্রার্থনা করছেন, যেন তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পান। মঞ্জুরুল হক বলেন, মানিক ভাই এই এক বছরে যেমন এসেছেন ইসলামী ধর্ম সভায় তেমনি গিয়েছেন হিন্দুদের দূর্গাপূজায় ও হরিনাম কির্তনেও।

সাজিউড়া গ্রামের সাবেক ইউপি মেম্বার বিজয় বিশ্বাস বলেন, গত কির্তন অনুষ্ঠানে সাজিউড়া দেব মন্দিরে মানিক সাব এসে আমাদেরকে যে সম্মান করেছেন, আমাদের সাথে যে ভাবে মিশেছেন, উনার মতো ভালো মানুষ নির্বাচনে আসলে সকলেই খুশি মনে নৌকায় ভোট দিবে। তার কাছে হিন্দু মুসলমানের কোন ভেদাভেদ আমরা দেখতে পাইনা। কাউরাট গ্রামের আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বলেন, গত দূর্গা পূজায় দনাচাপুর কালী মন্দিরে হিন্দু সমাজের লোকদের যে ভাবে মন জয় করেছেন এবং রথ উৎসবে যে ভাবে হিন্দু সমাজের লোকদের সাথে মানিক ভাই মিশেছেন আমি অতীতে আর কোন নেতাকে এভাবে মিশতে দেখিনি।

পাশাপাশি কাউরাট মাদ্রাসায় বাৎসরিক বিশাল ইসলামী সমাবেশে মানিক সাহেব বক্তব্য দিয়ে যে ভাবে মানুষের মনজয় করেছেন, যেভাবে মৌলবী সাহেবরা তার প্রশংসা করেছেন এতে আমার বুকটা গর্বে ভরে গেছে। বর্তমান সমাজে তার মত লোকেরই মনোনয়ন পাওয়া দরকার। আমি শেখ হাসিনার নিকট অনুরোধ করি আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে যেন মানিক সাহেবকে মনোনিত করে কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকার হাজার হাজার কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের প্রাণের দাবী পূরণ করেন।

(এসবি/এসপি/অক্টোবর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test