E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে কুরআন শরীফ বিতরণ ও কেরাত প্রতিযোগিতা

২০১৪ জুলাই ১৭ ১৪:২৯:২৭
বরিশালে কুরআন শরীফ বিতরণ ও কেরাত প্রতিযোগিতা

বরিশাল প্রতিনিধি : বরিশালে আল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলে বৃহস্পতিবার সকাল দশটা থেকে এই অনুষ্ঠান শুরু হয়।

এখানে প্রধাণ অতিথির বক্তব্যে আল কুরআন ফাইন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার প্রধান অতিথির বক্তব্যে বলেন, রমজান মাসে পবিত্র কুরআন নাযিল হয়েছে।

কোরআনের পবিত্র বাণী পাথেয় করেই আমাদের সকল অন্যায় থেকে নিজেকে বিরত রেখে সামনের পানে চলতে হবে। ইমানী শক্তিতে বলীয়ান হয়ে সকল অনিয়মের বিরুদ্ধে মুসলমানদের জাগতে হবে। তা না হলে আমরা পিছিয়ে পড়বো। স্টীমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা শরফ উদ্দীন বেগের সভাপতিত্বে এখানে আরো বক্তব্য রাখেন, ইমাম সমিতির সভাপতি কাজী আব্দুল মান্নান, বাঘিয়া কামীল মাদ্রাসার অধ্যাপক মাওলানা সোহরাব হোসেনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে ৫০ জন সাধারণ জনতার মধ্যে কুরআন শরীফ প্রদান এবং ৩ প্রতিযোগিকে পুরষ্কার দেওয়া হয়।

(বিএস/জেএ/জুলাই ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test