E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

২০১৮ অক্টোবর ০৮ ১৮:৩৬:০২
কুষ্টিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে শিল্পি খাতুন (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে তার শশুরবাড়ীর লোকজনের দাবি পারিবারিক কলোহের জের ধরে আত্মহত্যা করেছে। 

আজ সোমবার (০৮ আগষ্ট) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।

নিহত শিল্পি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া এলাকার নজরুল ইসলামের স্ত্রী এবং পিরোজপুর সদর উপজেলার মিন্টু মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, ২০১১ সালে দিকে অবসরপ্রাপ্ত পুলিশের এসআই আব্দুল করীমের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তী মাজিহাট এলাকায় ইসমা খাতুনকে পারিবারিকভাবে বিয়ে করে। তার কিছু দিন পরে নজরুল ঢাকায় চলে যায়। সেখানে পোশাক কারখানায় চাকরি নেই নজরুল। ২০১৫ সালে তার বিয়ের কথা গোপন করে প্রেমের সম্পর্ক করে পিরোজপুর সদর উপজেলার মিন্টু মিয়ার মেয়ে শিল্পি খাতুনের সাথে। শিল্পি খাতুনও একই পোশাক কারখায়ায় চাকুরি করতেন। এর মধ্যে তাদের ঘর আলোকীত করে আসে ছোট্ট ফুটফুটে মেয়ে আইরিন। তারপর তারা গ্রামের বাড়ীতে চলে আসে। গ্রামের বাড়ীতে এসেই দেখে শিল্পির স্বামীর আগের স্ত্রী রয়েছে। এই নিয়ে তাদের পরিবারে অশান্তির সৃষ্টি হয়। গত ৪/৫ দিন আগে বেধড়ক মারপিট করে। এই নিয়ে তাদের পরিবারে অশান্তি লেগেই ছিলো।

নিহত শিল্পির বাবা মন্টু মিয়া জানান, আমরা জানতাম না যে আমার জামাই আগে বিয়ে করেছিলো। আমার মেয়ে এই কথা জানার পর থেকেই আমার জামাই এবং তার পিতা, মাতা আমার মেয়েকে অত্যাচার করতে থাকে। এই নিয়ে আমি থানা পুলিশকেও ইতিপূর্বে বিষয়টি জানায়। আমাকে রবিবার দিবাগত রাত ২টার দিকে ফোন করে পার্শ্ববর্তী একজন বলে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ে আমাকে বলতো তাকে তার স্বামী-শশুর মারধর করে। আগের স্ত্রীকে বাড়িতে আনতে চাই। আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে।

নিহতের শশুর আব্দুল করীম বলেন, পারিবারিক কলোহের জের ধরে শিল্পি খাতুন আত্মহত্যা করেছে। আমরা পরিবারের লোকজন কিছু জানি না। সে গলাই দড়ি নিয়ে আত্মহত্যা করেছে। রাতে বাচ্চা কাদতে ছিলো গিয়ে দেখি তার মা মারা গেছে।

এ ব্যপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(কেকে/এসপি/অক্টোবর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test