E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৌর বিদ্যুতে আলোকিত গলাচিপা

২০১৮ অক্টোবর ০৯ ১৮:৪১:১৬
সৌর বিদ্যুতে আলোকিত গলাচিপা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় সৌর বিদ্যুতে আলোকিত হয়েছে গ্রামীণ সড়ক বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় গ্রামীণ সড়কে সৌর বিদ্যুতের বাতি বসানো হয়েছে। ফলে লোডশেডিং হলেও ঘুটঘুটে অন্ধকারে গ্রামীণ হাট-বাজারে জলমল করছে সৌর বাতি। নিরাপদে চলাচল করছে জনগণ। 

সরেজমিন ঘুরে দেখা যায়, গলাচিপা, চিকনিকান্দি, উলানিয়া, গজালিয়া, কলাগাছিয়া, আমখোলা সড়কসহ চরকাজল ও চরবিশ্বাস, উপজেলার বিভিন্ন বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরের সামনে প্রায় তিনশত পয়ত্রিশটি সৌর বাতি বসানো হয়েছে। ষ্টীলের বিশেষ ধরনের খুঁটিতে সোলার প্যানেলের মাধ্যমে জ্বলছে ল্যামপোষ্টের স্বয়ংক্রিয় এ বাতি। সন্ধ্যা হলেই বাতিগুলো স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠছে। আবার সূর্যের দেখা মিললেই নিভে যাচ্ছে।

মাইক্রোবাস চালক জাহিদ বলেন, গলাচিপা-চিকনিকান্দি সড়কের কালারাজা এলাকায় গাছ ফেলে নিয়মিত ডাকাতি হতো।সোলার প্যানেল বসানোর ফলে ডাকাতির ঘটনা কমে গেছে। রাতে এখন নির্ভয়ে গাড়ি চালানো যায়।

চিকনিকান্দি বাজার বনিক সমিতির সভাপতি জ্ঞানেন্দ্র চন্দ্র কুন্ডু বলেন, এ এলাকায় বিদ্যুতের লোডশেডিং বেশি। সোলার বাতি বসানোয় বাজারে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও আলো থাকে। এতে চুরি ডাকাতি অনেক কমে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন, আয়তনে বিশাল এ উপজেলার গুরুত্বপূর্ন স্থানে সৌর প্যানেলের মাধ্যমে আলো পৌছানো সম্ভব হচ্ছে।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার প্রকল্প বাস্তবায়নের আওতায় সড়ক বাতি স্থাপনে বিশেষ উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় গলাচিপা উপজেলার গ্রামীণ সড়কেও সৌর বিদ্যুতের আলো পৌছে দেওয়া হচ্ছে। এখন রাতের আধাঁরে নিরাপদে মানুষ চলাচল করছে।

(এসডি/এসপি/অক্টোবর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test