E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়া প্রেসক্লাবে নবাগত ওসি আফজাল হোসেনের মতবিনিময় 

২০১৮ অক্টোবর ১০ ১৫:২৪:০৪
আগৈলঝাড়া প্রেসক্লাবে নবাগত ওসি আফজাল হোসেনের মতবিনিময় 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য মতবিনিময় করেছেন থানা নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন।

বুধবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি কেএম আজাদ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে সাংবাদিক ও পুলিশের পরস্পর সহযোগীতা কামনা করেন তিনি। তিনি বলেন, পুলিশ এখন প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী নয়, সেবক। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান থানা। থানায় পুলিশের সেবা নিতে আসা ভুক্তভোগীরা যাতে কোন রকম হয়রানীর শিকার না হয় সেটাও নিশ্চিত করবেন তিনি।

সাংবাদিকরা সমাজের দর্পণ উল্লেখ করে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান নবাগত ওসি আফজাল হোসেন। এসময় সাংবাদিক নেতারা প্রশাসনকে সব রকমের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক তপন বসু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মো. নকিব আকরাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, সহ-সভাপতি শামীমুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম, প্রবীর বিশ্বাস ননী ও সদস্য স্বপন দাস।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অপূর্ব লাল সরকার, মো.সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সদস্য মনিরুজ্জামান, এফএম নাজমুল রিপন, পলাশ দত্ত, মারুফ মোল্লা, মৃদুল দাস, এসআই জসিম উদ্দিন, মোঃ মোশারফ হোসেন, মো.সাইফুল ইসলাম, মনিরুজ্জামান প্রমুখ।

মতবিনিময় সভার প্রধান অতিথি তার বক্তবে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।

(টিবি/এসপি/অক্টোবর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test