E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাশকতা ঠেকাতে কেন্দুয়ায় ওসির ব্যপক তৎপরতা 

২০১৮ অক্টোবর ১০ ১৬:০৬:৪৯
নাশকতা ঠেকাতে কেন্দুয়ায় ওসির ব্যপক তৎপরতা 

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : ২১ আগস্ট গ্রেনেট হামলার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে কেন্দুয়া থানা পুলিশ ব্যাপক তৎপর। 

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী জানান, পৌর শহরের চিরাং মোড় দরগামোড়, ভূমি অফিস মোড়, বাসষ্ট্যান্ড, চিথোলিয়া মোড়, চিরাং বাজার, কান্দিউড়া মোড়, পাইকুড়া বাজার, সান্দিকোনা মোড়, রামপুর বাজারের পুলিশী টহল সহ দুইটি মোবাইল টিম গঠন করে কাজ চলছে। দুপুরে ওসির নেতৃত্বে দূর্গাপুর মোড় এলাকায় একটি অভিযান চালানো হয়।

সেখানে পুলিশ খবর পায় মাইজকান্দি গ্রামে জামাতের একটি আস্তানা থেকে নাশকতা হতে পারে। এ আশংকায় দূর্গাপুর মোড়ে পুলিশের একটি মোবাইল টিম পরিচালনা করেন। এছাড়া অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করা হয়েছে।

ওসি ইমারত হোসেন গাজী মোবাইল টিম পরিচালনা কালে বলেন, নাশকতা সৃষ্টিকারী সে যেই হোক তাকে চুল পরিমান ছাড় দেয়া হবে না। আইনের আওতায় এনে তাকে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসবি/এসপি/অক্টোবর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test