E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে সহপাঠীদের মারধরে দৃৃষ্টি হারাতে বসেছে স্কুলছাত্র

২০১৮ অক্টোবর ১০ ১৬:১৩:৪৬
তাড়াশে সহপাঠীদের মারধরে দৃৃষ্টি হারাতে বসেছে স্কুলছাত্র

সিরাজগঞ্জ প্রতিনিধি : তাড়াশে একটি কোচিং সেন্টারে মোবাইল সেট চুরির ঘটনাকে কেন্দ্র করে সহপাঠীদের মারধরে হাসান আলী (১৪) নামের এক স্কুল ছাত্র চিরতরে দৃষ্টি হারাতে বসেছে।  হাসান মাগুড়াবিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামের রবিউল ইসলামের ছেলে ও দোবিলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। 

হাসানের বাবা রবিউল ইসলাম অভিযোগ করেন, গত ২০ সেপ্টেম্বর দোবিলা কোচিং সেন্টারে একটি মোবাইল সেট চুরি হয়। বিষয়টি শিক্ষার্থীরা কোচিং সেন্টারের শিক্ষক মহরম আলী ও মোকলেছুর রহমানকে জানায়। তারা দুজনে চুরি যাওয়া মোবাইল সেটটি উদ্ধারের জন্য সন্দেহ বশতঃ হাসানকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে শিক্ষকদের সামনেই সহপাঠীরা তাকে বেধরক মারপিট করতে থাকে। হাসানের ডান চোখে প্রচন্ড আঘাত লাগে।শক্ত আঘাতের কারণে সে চিৎকার দিয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ চক্ষু হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিউটে ভর্তি করা হয়।

হাসানের মা আতিয়া খাতুন বলেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিউটে ৭দিন ভর্তি থাকার পর হাসানের চোখে অস্ত্রপচার করা হয়। চিকিৎসকরা বলেছেন, শক্ত আঘাতের ফলে চোখের রেটিনা ক্ষতিগ্রস্থ হয়েছে। ডান চোখটি ভাল না হওয়ার সম্ভবনাই বেশী।

এ প্রসঙ্গে দোবিলা কোচিং সেন্টারের পরিচালক মহরম আলী ও ওই কোচিং সেন্টারে আরেক শিক্ষক আলামিন (০১৭১৪-৫৭০৮৮৬ ও ০১৭২৮-৫১৬১৬৩) মোবাইলে তাদের বক্তব্য নেবার জন্য একাধিকবার যোগাযোগ করলেও তারা ফোন রিসিভ করেন নি।

(এমএসএম/এসপি/অক্টোবর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test