E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সিরাজগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

২০১৮ অক্টোবর ১২ ১৮:১৭:১৩
সিরাজগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : 'মহাশক্তি, মহামায়া, দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে নেমে আসার আহবানের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মের সবেচয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে হিন্দু সম্প্রদায়ের অসহায় গরীব দুঃস্থদের মাঝে ১৫০০ শাড়ী, সালোয়ারকামিজ, লুঙ্গী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের সিরাজগঞ্জ সরকারি কলেজের শহীদ শেখ কামাল অডিটরিয়ামে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও বস্ত্র বিতরণ করেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মো.হাবিবে মিল্লাত মুন্না।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না'র সহধর্মীনি শারিতা মিল্লাত, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ বিমল কুমার দাস, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির যুগ্ন-সম্পাদকঅংকুর জিত সাহা নব, সদস্য প্রাণ গোবিন্দ চৌধুরী জেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক সঞ্চয় কুমার সাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, পৌর প্যানেল মেয়র রুমানা রেশমা, জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ন-সম্পাদদক অলক কুমার দত্ত বিজয়, সাবেক সাধারন সম্পাদক রশিদ চন্দ্র পাল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালক ছিলেন, জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ন -সম্পাদক সাংবাদিক সুকান্ত সেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, ধর্ম যার যার উৎসব সবার। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে সুখেই থাকে দেশের উন্নয়ন হয়। সিরাজগঞ্জের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আমি কাজ করে যাচ্ছি উন্নয়ন করছি। আমি আপনাদের পাশে আছি ভবিষ্যতে থাকবো।

উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আবারো সরকার গঠন করবে বলে আশা করি।

(এমএসএম/এসপি/অক্টোবর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test