E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্রাইয়ে অস্ত্র-গুলিসহ দুই ব্যবসায়ী গ্রেফতার 

২০১৮ অক্টোবর ১৩ ১৬:৫৪:১৫
আত্রাইয়ে অস্ত্র-গুলিসহ দুই ব্যবসায়ী গ্রেফতার 

নওগাঁ প্রতিনিধি : শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি স্বজল কুমার সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল নওগাঁ জেলার আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়নের নৈদিঘী গ্রামে অভিযান চালিয়ে লোহার তৈরী একটি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি, ২টি মোবাইল ফোন ও ৩টি  সিম কার্ডসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। 

গ্রেফতারকৃতরা হলো, উপজেলা নৈদিঘী গ্রামের মৃত সাদিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (৪৬), এবং একই উপজেলার ধর্মপুর গ্রামের শোকমান আলীর ছেলে আব্দুল জলিল (৫০)।

র‌্যাবের এএসপি স্বজল কুমার সরকার জানান, গোপন সূত্রে জানা যায়, নৈদিঘী গ্রামে অস্ত্র ব্যবসায়ী আলমগীর হোসেনের বাড়িতে আব্দুল জলিল অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলমগীর হোসেন ও আব্দুল জলিলকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আব্দুল জলিল পুলিশের তালিকা ভুক্ত সর্বহারা দলের শীর্ষ ক্যাডার। সর্বহারার সময় সংঘটিত একটি হত্যা মামলার আসামী সে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, এরা দু’জনই এক সময় বিএনপির ক্যাডার ছিল। বর্তমানে তারা নিজেদেরকে নব্য আওয়ামীলীগার দাবী করে এলাকায় ত্রাস সৃষ্টির পাশাপাশি অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়ে। এদের আশ্রয়দাতা নেপথ্যের গডফাদারদের আইনের আওতায় নেয়ারও দাবী করেন স্থানীয়রা। এব্যাপারে আত্রাই থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন নিশ্চিত করেছেন।

(বিএম/এসপি/অক্টোবর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test