E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবন ও পশুর নদী সুরক্ষায় মানববন্ধন

২০১৮ অক্টোবর ১৩ ১৭:০১:০৩
সুন্দরবন ও পশুর নদী সুরক্ষায় মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : ‘বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস হলেই জীবাশ্ম জ্বালানীকে না বলুন। সবার জন্য শতভাগ নবায়নযোগ্য জ্বালানী ব্যবহার নিশ্চিত করুন’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবন ও পশুর নদী সুরক্ষায় শনিবার সকালে বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন চিলাবাজারে পশুর রিভার ওয়াটারকিপার এবং ক্লাইমেট চেঞ্জ এ্যাকশন গ্রুপের আয়োজনে মানববন্ধন ও জনশুনানী অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন শেষে সমাবেশে ক্লাইমেট চেঞ্জ এ্যাকশন গ্রুপ ও পশুর রিভার ওয়াটারকিপার মোংলা শাখার আয়োজনে চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেনের সভাপতিত্বে জনশুনানীতে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-৩ আসনের এমপি বেগম হাবিবুন নাহার। জনশুনানীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো, তারিকুল ইসলাম, পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, ক্লাইমেট চেঞ্জ এ্যাকশন গ্রুপের সাধারণ সম্পাদক সুনীতি রায়, শিক্ষক জেম্স শরৎ কর্মকার, উন্নয়ন কর্মী মো. নাসির উদ্দিন, পশুর রিভার ওয়াটারকিপার কর্মী মাহারুফ বিল্লাহ, কমলা সরকার।

জনশুনানীতে বক্তারা, জলবায়ু পরিবর্তনের হাত থেকে পশুর নদী রক্ষা ও সুন্দরবন বিনাশী কোন প্রকল্প গ্রহণ না করা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে পশুর নদীর ভাঙ্গনে জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন, লবণাক্ততার কবল থেকে কৃষি ও পরিবেশ রক্ষা এবং সবার জন্য নিরাপদ পানির জন্য স্থানীয় এমপি কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

(এসএকে/এসপি/অক্টোবর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test