E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জলবায়ু পরিবর্তন সক্ষমতা অর্জনে সুন্দরবনের ভুমিকা নিয়ে সেমিনার

২০১৮ অক্টোবর ১৩ ১৭:০২:৩০
জলবায়ু পরিবর্তন সক্ষমতা অর্জনে সুন্দরবনের ভুমিকা নিয়ে সেমিনার

বাগেরহাট প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন সক্ষমতা অর্জনে ম্যানগ্রোভ সুন্দরবনের ভুমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে শনিবার সকালে উদয়ন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সংসদ সদস্য, জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তা, বনজীবী, সুন্দরবন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

সেমিনারের প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যান মন্ত্রণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি। সেমিনারে পূর্ব সুন্দরবন বিভাগের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকতা হিমাদ্রী খেসা, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদিক ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আহমেদ, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, সাংবাদিক শেখ আহসানুল করিম, আজমল হোসেন, শওকত আলী, নকিব সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনারে বক্তারা সুন্দরবনকে সংরক্ষন, উন্নয়ন ও সম্প্রসারনের প্রয়োজনে জনবান্ধব নীতিমালা প্রনয়নসহ বনজীবী ও জেলেদের বিকল্প কর্মসংস্থানের প্রস্তাবসহ করা হয়।

(এসএকে/এসপি/অক্টোবর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test