E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমাদের দাবি মেনে নিন, মানিকের হাতে নৌকা দিন : প্রধানমন্ত্রীর নিকট মুক্তিযোদ্ধাদের আকুতি 

২০১৮ অক্টোবর ১৩ ২২:২৫:৫০
আমাদের দাবি মেনে নিন, মানিকের হাতে নৌকা দিন : প্রধানমন্ত্রীর নিকট মুক্তিযোদ্ধাদের আকুতি 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কেন্দুয়া-আটপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ তাদের প্রাণের আকুতি জানিয়ে বলেছেন, আমাদের দাবি মেনে নিন, মুক্তিযোদ্ধা মানিকের হাতে স্বাধীনতার প্রতীক নৌকা তুলে দিন। 

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা- ৩ আটপাড়া-কেন্দুয়া নির্বাচনী এলাকার সব মুক্তিযোদ্ধাগণ শেখ হাসিনার নিকট এ দাবি তুলে ধরে বলেন, আমাদের দাবি একটাই বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান মানিকের নৌকা প্রতীক চাই।

বীর মুক্তিযোদ্ধারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, নিজের জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি। কিন্তু স্বাধীনতা বিরোধী দেশী বিদেশী শত্রুরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করে তারা চেয়েছিল এই স্বাধীন বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা তথা বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলতে। বিশ্ব বিধাতার অশেষ রহমতে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা বেঁচে থাকায় আমরা শেখ হাসিনার নেতৃত্বে পেয়েছি বঙ্গবন্ধু হত্যার বিচার। চেয়েছি এবং পেয়েছি যুদ্ধাপরাধীদের বিচার।

মুক্তিযোদ্ধারা বলেন, শেখ হাসিনার নিকট আমরা পেয়েছি আমাদের যথাযোগ্য সম্মান ও মর্যাদা। পাচ্ছি সম্মানিত সুযোগ সুবিধা। আমরা আগমী দিনগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে যে কোন আন্দোলন সংগ্রামে যেতে প্রস্তুত রয়েছি। আগামী একাদশ নির্বাচনে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে নেত্রকোনা- ৩ আসনে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমান মানিকের হাতে নৌকা প্রতীক তুলে দেয়ার বিনীত আহবান জানাচ্ছি।

মুক্তিযোদ্ধারা আবারো বলেন, আটপাড়া-কেন্দুয়া নির্বাচনী এলাকায় নৌকা প্রতীক মো: সাইদুর রহমান মানিকের হাতে তুলে দিলেই সব নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে ৭১’র মুক্তিযুদ্ধের মতো প্রতিপক্ষের প্রার্থীকে পরাজিত করে নৌকার বিজয় নিশ্চিত করা সম্ভব।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দুয়া উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মো: বজলুর রহমান বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি করছি তিনি যেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক মানিকের হাতে তুলে দেন। এ দাবিতে আমরা ঐক্যবদ্ধ। মানিক নৌকা পেলেই দলে কোন বিভেদ থাকবে না।

দলীয় নেতাকর্মী সমর্থক, মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমিক, জনতা সহ সকল ধর্মবর্ণের লোকজন একত্রিত হয়ে নৌকার বিজয় নিশ্চিত করবে এতে কারো কোন দ্বিধা থাকবে না বলে তারা দৃঢ়তার সঙ্গে দাবী রাখেন।

এ দাবির সমর্থনে দলপা ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ বলেন, বিগত দিনে যারা এ আসনে এম.পি নির্বাচিত হয়েছেন, আমরা মুক্তিযোদ্ধারা তাদের কাছ থেকে তেমন কোন সম্মান, মর্যাদা, সহযোগিতা পাইনি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান মানিকের হাতে নৌকা প্রতীক তোলে দেয়ার দাবি জানাই।

এ দাবির সমর্থন করে আশুজিয়া ইউনিয়নের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, গড়াডোবা ইউনিয়নের মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, গন্ডা ইউনিয়নের মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক, বলাইশিমুল ইউনিয়নের আবু তাহের, নওপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা ইউসুফ হায়দার, রোয়াইলবাড়ী ইউনিয়নের মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পাইকুড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা মতিউর রহমান ভূঞা, সান্দিকোনা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার কাজিম উদ্দিন, মাসকা ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুল কাদির বাঙ্গালী ও উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ খন্দকার লালচান সহ আরো অনেকেই এ দাবি করেন।

উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল কদ্দুছ খন্দকার (লাল চান) বলেন, আমরা সব মুক্তিযোদ্ধারা সংবাদপত্রের মাধ্যমে শেখ হাসিনার নিকট আমাদের প্রাণের দাবীটি জাতির সামনে তুলে ধরছি।

তিনি উল্লেখ করে বলেন, চলতি বছরের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা সদরে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে “স্বাধীনতা শোভাযাত্রা” শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সান্দিকোণা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও সান্দিকোণা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে উপজেলার ১৮০ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। সেদিন সমাবেশের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম সকলের নিকট জানতে চেয়েছিলেন, আপনারা যদি সবাই মুক্তিযোদ্ধা সাইদুর রহমান মানিককে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চান তাহলে সবাই হাত তুলে সমর্থন করুন ।

এর জবাবে সেদিন সকল মুক্তিযোদ্ধাগণ হাত তুলে প্রতিজ্ঞা করে বলেছিলেন, আমরা আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধা শেখ হাসিনার নিকট নৌকা প্রতীক এবং সাইদুর রহমান মানিককেই প্রার্থী হিসেবে দেখতে চাই ।

(এসবি/এসপি/অক্টোবর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test