E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দুয়া আটপাড়াবাসীকে মানিকের শারদীয় শুভেচ্ছা

২০১৮ অক্টোবর ১৪ ১৬:০২:৫৮
শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দুয়া আটপাড়াবাসীকে মানিকের শারদীয় শুভেচ্ছা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : রাষ্ট্র নায়ক বিশ্ব মানবতার মা হিসেবে পদকে ভূষিত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দুয়া-আটপাড়া উপজেলার হিন্দু সম্প্রদায়ের সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী ঢাকা বারের সাবেক সভাপতি নেত্রকোনা-৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমান মানিক।

রবিবার শুভেচ্ছাবার্তায় মানিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “ধর্ম যার যার উৎসব সবার”, যে বানী দিয়েছেন, এ বাণীর প্রতিটি অক্ষরকে কাজে লাগিয়ে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের জন্য সকল সম্প্রদায়ের লোকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এ পূজা উৎসবকে আরো প্রাণবন্ত করার লক্ষ্যে তিনি কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় ৭৯টি পূজা মন্ডপে ব্যক্তিগত আর্থিক সহায়তাও প্রদান করেছেন।

রবিবার কেন্দুয়া হরিসভা দূর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত পূজা উদযাপন কমিটির সভায় উপজেলার ৪০টি পূজা মন্ডপ থেকে আগত সভাপতি সম্পাদদের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সকলকে শারদীয় শুভেচ্ছা জানান এবং অনুদানের টাকাও প্রদান করেন।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) অনিল চন্দ্র ভদ্র এ সভায় সভাপতিত্ব করেন।

পূজা উদযাপন কমিটি কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রাখাল বিশ্বাসের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার আহ্বায়ক অধ্যাপক দুলাল কান্তি চৌধুরী, কেন্দুয়া হরিসভা দূর্গা মন্দির কমিটির সভাপতি ডা. দিলীপ পোদ্দার, প্রভাষক সমির কুমার শর্মা রায়, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, প্রভাষক ভানু চন্দ্র ভদ্র, সাজিউড়া দেবমন্দির পূঁজা কমিটির সভাপতি উৎপল বিশ্বাস জয়, দেওপাড়া পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক সজল কুমার সরকার ও কুমারুড়া পূজা কমিটির সভাপতি উজ্জ্বল সরকার প্রমুখ।

সভায় উপস্থিত পূজা কমিটির সব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বানীকে হৃদয়ে ধারন করে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসবকে উৎসবমূখর পরিবেশে উদযাপনে এগিয়ে আসার জন্য মুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান মানিকের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

মুক্তিযোদ্ধা সাইদুর রহমান মানিক আরো বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যখন অংশ নিয়েছি তখন সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল বর্ণের মানুষ এক সঙ্গে যুদ্ধ করেছি। তখন সাম্প্রদায়িক চেতনার লেশ মাত্র ছিলনা। আজ আমরা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। এই দেশের সকল মানুষকে যার যার ধর্ম কর্ম স্বাধীন ভাবে পালনের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাণী দিয়েছেন, এই বাণী চিরন্তন সত্য হিসেবেই গণ্য হবে। সুজলা সুফলা শস্য শ্যামলা এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে যারা সাম্প্রদায়িকতার রাজনীতি করে, যারা হাজার বছরের বাঙালীর ঐতিহ্য কৃষ্টি ও আচার অনুষ্ঠানকে বাঁধাগ্রস্থ করতে চায় তারা সত্যিকার অর্থেই এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

তিনি আসন্ন শারদীয় দূর্গা উৎসব উদযাপনে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মী সমর্থক সহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে আন্তরিক ভাবে এগিয়ে এসে সহযোগিতার আহ্বান জানান।

(এসবি/এসপি/অক্টোবর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test