E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খুনিদের সাথে জাতীয় ঐক্য বাংলার জনগণ প্রত্যাখান করবে : তারানা

২০১৮ অক্টোবর ১৪ ১৬:৫১:২৭
খুনিদের সাথে জাতীয় ঐক্য বাংলার জনগণ প্রত্যাখান করবে : তারানা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, খুনি ও রাজাকারদের নিয়ে তথাকথিত জাতীয় ঐক্য বাংলার জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করবে। কারণ তারা ভাল মন্দের বিচার করতে শিখে গেছে। শিখেছে কিভাবে মিথ্যাকে হটিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে হয়।

নিজেদের শিক্ষিত দাবি করা জাতীয় ঐক্যের কুশীলবদের সমালোচনা করে তিনি বলেন, যদি নিজেরা সত্যিকারের শিক্ষিত হয়ে থাকেন তাহলে কিভাবে খুনি, রাজাকার, আলবদর নিয়ে জাতীয় ঐক্য গড়েন।

তিনি শনিবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় যোগ দিয়ে এ কথা বলেন।

বিএনপির সমালোচনা করে তিনি আরো বলেন, যারা বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় আসে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। দেশে যদি গণতন্ত্র নাই থাকতো তাহলে কেন আপনারা ইউ পি ও সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিলেন । আজ সরকারের উন্নয়ন দেখে বিএনপির মাথা ঘুরে গেছে। আজ তারা আবোল তাবোল বকছে। কোন উপায় না পেয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে। তারা আজ দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিদেশীদের কাছে নালিশ দিতে দিতে নিজেদেরকে নালিশী দলে পরিনত করেছে। তাই জাতির পিতা হত্যার বিচার কার্য আইন বন্ধ করে দেওয়া বিএনপি কে বাংলার জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন অপকর্ম করতে পারে খুনি বিরোধী চক্র। বিরোধীদের যে কোন চক্রান্ত ও অপকর্ম রুখতে উপস্থিত নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি ।

দপ্তিয়র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.শামসূল হক, আনিসুর রহমান, রিয়াজ উদ্দিন তালুকদার, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইনসাফ আলী ওসমানী, দেলদুয়ার উপজেলা, আ. লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, যুগ্ম সম্পাদক নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক , প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

(আরএসআর/এসপি/অক্টোবর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test