E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নকলে সহায়তা করায় দুই শিক্ষককে বহিষ্কার

২০১৪ জুলাই ১৭ ১৬:৩৭:৫২
নকলে সহায়তা করায় দুই শিক্ষককে বহিষ্কার

শেরপুর প্রতিনিধি : কারিগরি শিক্ষা বোর্ডের পলিটেকনিক ইনস্টিটিউটের প্রকৌশল ডিপ্লোমা পরীক্ষায় নকলে সহায়তার অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার শেরপুর শহরের আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে প্রকৌশল ডিপ্লোমা তৃতীয় পর্বের সমাপনী গণিত বিষয়ের পরীক্ষায় এ বহিষ্কারের ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষকরা হলেন, আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর (ইলেক্ট্রিক্যাল) আল আমিন ও জুনিয়র ইনস্ট্রাক্টর (নন টেকনিক্যাল) মর্জিনা বেগম। বহিষ্কারের পাশাপাশি তাদেরকে কারিগরি শিক্ষাবোর্ডের সকল পরীক্ষার ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শেরপুর শহরের আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে প্রকৌশল ডিপ্লোমা তৃতীয় পর্বের সমাপনী গণিত বিষয়ের পরীক্ষা চলছিল। ওই কেন্দ্রে ইনভিজিলেটরের দায়িত্ব পালন করছিলেন আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটেরই জুনিয়র ইনস্ট্রাক্টর (ইলেক্ট্রিক্যাল) আল আমিন ও জুনিয়র ইনস্ট্রাক্টর (নন টেকনিক্যাল) মর্জিনা বেগম। তারা পরীক্ষার্থীদের আসন পরিবর্তনের মাধ্যমে নকলে সহযোগিতা করছিলেন। বিষয়টি জানতে শেরপুর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকীব বেলা সাড়ে বারোটার দিকে ওই কেন্দ্রে হাজির হয়ে কেন্দ্রের ভিতর অব্যবস্থাপনা ও পরীক্ষার্থীদের অনৈতিক সহযোগিতার ঘটনা প্রত্যক্ষ করেন। তাৎক্ষনিকভাবে তিনি ওই কেন্দ্রের দুই ইনভিজিলেটরকে কেন্দ্র থেকে বহিষ্কার করেন।

শেরপুর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারিগরি শিক্ষাবোর্ডের বৃহস্পতিবারে ‘ম্যাথমেটিক’ পরীক্ষায় পরীক্ষার্থীদের আসন পরিবর্তন ও অনৈতিক সহযোগিতার অভিযোগে শেরপুর আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

(এইচবি/জেএ/জুলাই ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test