E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারে কাজ করছে সরকার : পলক

২০১৮ অক্টোবর ১৪ ১৬:৫৭:০৮
প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারে কাজ করছে সরকার : পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বর্তমান সরকার শুধু শিক্ষার উন্নয়নেই নয়, প্রযুক্তি নির্ভর যুগোপযোগী আধুনিক শিক্ষার বিস্তারেও কাজ করছে। বিশ্বমানের এই শিক্ষা গ্রহন করে এদেশের শিক্ষার্থীদের যে কোন প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার সক্ষমতা তৈরী হবে।

রবিবার দুপুরে নয় কোটি টাকা ব্যয়ে নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারী কলেজের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেন, বিগত এক দশক ধরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষা অগ্রাধিকার খাত। উচ্চ শিক্ষার জন্যে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরী, দেশের সরকারী ও বেসরকারী পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অবকাঠামো নির্মাণ, বছরের প্রথম দিনে সাড়ে চার লাখ শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছে দেওয়া, অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তির পরিধি বৃদ্ধি, প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে পারলে কোন তরুণ-তরুণীকে কর্মসংস্থানের সুযোগ নিয়ে ভাবতে হবেনা। কর্মই তাদেরকে খুঁজে নেবে। ২০২১ সালে তথ্য প্রযুক্তি খাতে ত্রিশ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, আগামী নির্বাচন নিয়ে সুবিধা ভোগিরা ষড়যন্ত্র করছে। ঐক্য কমিটির নামে বিএনপি তাদের নিয়ে ষড়যন্ত্র করছে। অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে। আগামী দিনে ছাত্রলীগ তাদের ষড়যন্ত্র রুখে দিবে।

ছাত্রলীগ সভাপতি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দুরে সরে আসতে হবে। মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। মাদক থেকে দুরে থাকতে তরুণ সমাজকে সংস্কৃতি এবং খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।

গোল-ই-আফরোজ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এইচ খালেদ অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুর ফেরদৌস , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, ছাত্রলীগ নাটোর জেলা কমিটির সভাপতি রাকিবুল হাসান জেমস ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, পৌর ছাত্রলীগের সভাপতি বাপ্পী, সাধারণ সম্পাদক জয়, কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাব্বির, সাধারণ সম্পাদক মুনির হোসেন, কলেজ ছাত্র সংসদের ভিপি জুয়েল, জিএস বেলায়েত প্রমুখ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ফারুকুজ্জামান জানান, পানি সরবরাহ, ওয়াশ ব্লক, বৈদ্যুতিক কাজসহ মোট ২০ হাজার ১৪২ বর্গফুটের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজ আগামী দেড় বছরের মধ্যে সম্পন্ন হবে।

(এআর/এসপি/অক্টোবর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test