E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিগঞ্জে চাঁদাবাজীর মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার ২

২০১৮ অক্টোবর ১৪ ১৮:৫০:৫৪
কালিগঞ্জে চাঁদাবাজীর মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার ২

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক ইউপি সদস্যের দায়েরকৃত মামলায় এক ইউপি সদস্যসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদেরকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সুবর্ণগাছি ও দুলাবালা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সুর্বনগাছী গ্রামের মৃত আব্দুল বারী গাজীর ছেলে মাদক ব্যবসায়ি রতনপুর ইউপি সদস্য সেলিম আহম্মেদ ও দুলাবালা গ্রামের আহছান গাজীর ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদ গোদা(৪০)।

মাম লার বিবরণে জানা যায়, মদিক বিক্রি ও সেবনের প্রতিবাদ করায় রতনপুর ইউনিয়ন যুবলীগের সভপতি ও ইউপি সদস্য আড়ংগাছা গ্রামের জিএম মাসুম বিল্লাহ ওরফে সুজনের সঙ্গে সম্পর্কের অবনতি হয় মাদকব্যবসায়ি ইউপি সদস্য সেলিম আহম্মেদের। এরই জের ধরে গত ৯ অক্টোবর রাতে সুজনের কাছে চুনাখালি রাস্তার উপর পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে ইউপি সদস্য সেলিম, দুলাবালা গ্রামের শহীদুল ইসলাম, আব্দুল্লাহ মোড়লও তেরুলিয়া গ্রামের সাজ্জাদ হোসেন। দাবিকৃত টাকা দিতে রাজী না হওয়ায় সুজননের গলায় দা ধরে তার কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করা হয়। এ ঘটনায় ইউপি সদস্য মাসুম বিল্লাহ বাদী হয়ে পরদিন সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিচারক হুমায়ুন কবীর মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

মামলাটি রেকর্ড করার পর শনিবার রাতে পুলিশ সেলিম ও শহীদুল ইসলামকে গ্রেফতার করে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

তবে ইউপি সদস্য সেলিম আহম্মেদ জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে সুজন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান এক ইউপি সদসসহ দু’জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/অক্টোবর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test