E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ মেডিক্যাল কলেজে ভর্তি শুরু

২০১৮ অক্টোবর ১৬ ১৬:৫৯:৩৯
নওগাঁ মেডিক্যাল কলেজে ভর্তি শুরু

নওগাঁ প্রতিনিধি : বহু আকাঙ্খিত নওগাঁ সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের মধ্যদিয়ে যাত্রা শুরু হলো নওগাঁ মেডিক্যাল কলেজের।

মঙ্গলবার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের হাতে ভর্তি ফরম তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে নওগাঁ মেডিক্যাল কলেজে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন, নওগাঁ জেরা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি।

এদিন সকাল ১০ টায় নওগাঁ নার্সিং ইনস্টিটিউটে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা খানম, সিভিল সার্জন ডা. মোমিনুল হক, নওগাঁ বিএমএর সভাপতি ডা. হাবিবুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আশেক হোসেন প্রমুখ।

কলেজের অধ্যক্ষ আব্দুল বারী জানান, নওগাঁ মেডিক্যাল কলেজের এমবিবিএস প্রথম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরুর দিন মঙ্গলবার ১৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ৫০ জন শিক্ষার্থীকে এই মেডিক্যাল কলেজে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

তিনি বলেন, এই কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীর ক্লাস শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি থেকে। আপাতত নওগাঁ সদর হাসপাতালের পুরনো একটি ভবন এই কলেজের অস্থায়ী এ্যাকাডেমিক প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হবে। চলতি বছরের ২৬ আগস্ট নওগাঁসহ সারাদেশে নতুন চারটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণের অনুমোদন দেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার মধ্যে নওগাঁ মেডিক্যাল কলেজ একটি।

(বিএম/এসপি/অক্টোবর ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test