E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নাগরপুরে ইলিশ ধরার দায়ে ৮ জেলের জেল

২০১৮ অক্টোবর ১৬ ১৭:২০:৫৫
নাগরপুরে ইলিশ ধরার দায়ে ৮ জেলের জেল

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি : সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে ইলিশ মাছ আরোহন, বহন ও বিপনন বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার চর সলিমাবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার অংশ নেন। এ সময় ১০ মন ইলিশ মাছ ও দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং ইলিশ মাছ আহরোনের অপরাধে ৮ জনকে ১০ দিনের জেল দেওয়া হয়। এছাড়া মাছ ক্রয়ের অপরাধে বিভিন্ন জনকে আট হাজার দুইশত টাকা জরিমানা করে আদায় করা হয়। পরে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিম খানায় বিলিয়ে দেওয়া হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

এ ব্যাপারে ইউএনও আসমা শাহীন জানান, ইলিশ মাছের প্রজননের জন্য ২২-২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরোনে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এই সময়ে যদি কেউ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ আহরোন করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিষেধাজ্ঞার সময় পর্যন্ত প্রতিদিনই আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

(আরএসআর/এসপি/অক্টোবর ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test