E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাগঞ্জে এ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ আহত ৭

২০১৮ অক্টোবর ২৪ ১৭:০৫:৫০
মির্জাগঞ্জে এ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ আহত ৭

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর ঝাটিবুনিয়া আলেফের খেয়াঘাট সংলগ্ন মহাসড়কে গতকাল বুধবার দুপুরে এ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফা (রঃ) মাজার জিয়ারত শেষে মাহিন্দ্রার চালক মোঃ কামাল হোসেন পরিবার নিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলায় যাওয়া পথে বাকেরগঞ্জ-কাঠালতলী-সুবিদখালী-চান্দখালী-বরগুনা মহাসড়কের উপজেলার উত্তর ঝাটিবুনিয়া এলাকার আলেফের খেয়াঘাট সংলগ্ন একটি রোগীবাহী এ্যাম্বুলেন্সকে বিপরীত থেকে আসা মাহিন্দ্রাকে অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ অন্তত ৭ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে- মাহিন্দ্রা চালক মোঃ কামাল হোসেন(৪৪),চালকের স্ত্রী নাজমীন আক্তার(৩৮), মেয়ে সুমাইয়া আক্তার(১৬), সুরাইয়া আক্তার(১২), কামালের ভাতিজা মোঃ ফোরকান হাওলাদার(৩৫) ও এ্যাম্বুলেন্স চালক মোঃ জাহিদ হোসেন(৩৫)।

এরমধ্যে মাহিন্দ্রার চালকবাদে চারজনকে বরিশাল মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস বলেন, ঘটনার পরে মির্জাগঞ্জ থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে এ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রা গাড়িটিকে আটক করা হয়েছে এবং এ্যাম্বুলেন্সের রোগীকে তাৎক্ষনিকভাবে অন্য একটি গাড়িতে করে বরগুনা পাঠানো হয়েছে।

(ইউজে/এসপি/অক্টোবর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test