E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে ৪ কোটি দরিদ্র, রক্তস্বল্পতায় ৪৪ শতাংশ নারী 

২০১৮ অক্টোবর ২৪ ১৮:৩৪:০৯
দেশে ৪ কোটি দরিদ্র, রক্তস্বল্পতায় ৪৪ শতাংশ নারী 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাংলাদেশে খাদ্য সংকট নেই। এখন সচরাচর না খেয়ে মৃত্যুর ঘটনাও ঘটে না। তবে পুষ্টিমান সম্পন্ন খাদ্যের অভাব এবং অধিক মাত্রায় ভেজাল ও কীটনাশকযুক্ত খাদ্য খেয়ে আমরা রোগগ্রস্থ হয়ে পড়ছি। এতে শিশুরা জন্মগতভাবে নানা ব্যাধিতেও আক্রান্ত হচ্ছে । মায়েরা ভুগছে রক্ত স্বল্পতায়। প্রসবকালিন মাতৃমৃত্যুর অন্যতম কারণও হয়ে দাঁড়িয়েছে পুষ্টিহীন খাদ্য।

বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।

তারা বলেন, সমাজে সচেতনতার অভাব এবং খাদ্য নিরাপত্তা আইনের বাস্তবায়ন না থাকায় বিপুল জনগোষ্ঠী ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ পেতে হলে দেশে খাদ্য নীতির পাশাপাশি যুগোপযোগী খাদ্য আইন প্রনয়ন জরুরি হয়ে পড়েছে। সবার মাঝে খাদ্যের বিতরণও নিশ্চিত হওয়া দরকার। এ প্রসঙ্গে তারা সমাজ থেকে দারিদ্য্র বিমোচনের কথাও তুলে ধরেন। তবে এ সংক্রান্ত আইন থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় খাদ্যনীতি বাস্তবায়ন হচ্ছে না।

সাতক্ষীরার চুপড়িয়া মহিলা সমিতির সভাপতি মরিয়ম মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর আবদুল হামিদ, অধ্যক্ষ আনিসুর রহিম, অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, সাতক্ষীরা পৌর সভার প্যানেল মেয়র ফারাহ দীবা খান সাথী, পৌর কাউন্সিলর সফিকুদ্দৌলা সাগর, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম , টিআইবির এরিয়া ম্যানেজার আবুল ফজলে মোঃ আবদুল আহাদ, ব্রাক এর সাতক্ষীরা প্রতিনিধি রেজাউল করিম খান, বেসরকারি সংস্থা স্বদেশ এর মাধব চন্দ্র দত্ত, ক্রিসেন্ট এর নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী ও শেড এর লুইস রানা গাইন প্রমুখ।

বক্তারা আরও বলেন, কীটনাশকযুক্ত শাক সবজি খেয়ে আমরা আন্ত্রিক রোগে আক্রান্ত হচ্ছি। ভেজাল গুড়ো দুধ, ভেজাল ভোজ্য তেল এমনকি মাছে ও ফলে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল বিশেষ করে ফরমালিন জাতীয় পদার্থ ব্যবহার করে আমরা নানা রোগের দিকে ঝুঁকে পড়ছি বলে উল্লেখ করেন তারা।

খাদ্য অধিকার আমাদের মৌলিক চাহিদার অন্যতম জানিয়ে বক্তারা বলেন খাদ্য অধিকার আইন প্রনয়ন করা হলে এই সংকট থেকে উত্তরণ ঘটবে ।

(আরকে/এসপি/অক্টোবর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test