E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়া হামলা ও পাল্টা হামলার ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা 

২০১৮ অক্টোবর ২৬ ১৪:৫১:১০
আগৈলঝাড়া হামলা ও পাল্টা হামলার ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় হামলা ও পাল্টা হামলার ঘটনায় থানায় পাল্টাপালিট মামলা দায়ের। মামলা দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছ পুলিশ ।

থানায় দায়ের করা এজাহারের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার সেরাল গ্রামের স্থায়ী বাসিন্দা ও বর্তমানে উপজেলা বুধার গ্রামে বসবাসরত আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের ছেলে পিয়াল সেরনিয়াবাত (২২) গত ২৪ অক্টোবর সকালে তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে পাম্পে তেল আনতে যাবার পথে একই উপজেলার ফুল্লশ্রী গ্রামের মৃত আইয়ুব আলী পাইকের ছেলে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী রাসেল পাইক ওরফে সোমেদসহ (৩০) ৪/৫জনের একটি দল ভেগাই হালদার পাবলিক একাডেমীর সামনে পিয়ালের পথ রোধ করে।

এসময় রাসেল পাইক পিয়ালকে ‘আওয়ামীলীগ দল আর কতদিন ক্ষমতায় থাকবে, এর পর তোরা কোথায় থাকবি বলে অশ্লীল ভাষায় গালাগাল করে। পিয়াল গালাগালের প্রতিবাদ করলে রাসেল ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথারী মারধর করে পিয়ালের সাথে থাকা নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত পিয়ালকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। ওই ঘটনায় পিয়ালের মা এলিনা জাহিন বাদী হয়ে শুক্রবার রাতে রাসেলসহ অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন, নং-১৬ (২৬.১০.১৮)।

অন্যদিকে উপজেলার ফুলøশ্রী গ্রামের মৃত আইয়ুব আলী পাইকের ছেলে মো. আসাদুল হক পাইক পিয়াল সেরনিয়াবাতসহ তিন জনকে আসামী করে শুক্রবার রাতে থানায় পাল্টা একটি মামলায় দায়ের করেছেন, নং-১৭(২৫.১০.১৮)।

ওই মামলার বাদী আসাদুল হক অভিযোগ করেন যে, তার একই গ্রামের বাসিন্দা আ. মালেক হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার ওরফে খোকন (৪৫) ও মৃত ছলিমদ্দি পাইকরে ছেলে লাল মিয়া পাইক (৪৫) তাদের মারধর করার জন্য আওয়ামীলীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতের ছেলে পিয়ালকে ভাড়া করে। ঘটনার দিন ২৪ অক্টোবর সকালে তার ছোট ভাই রাসেল পাইক (৩০) আগৈলঝাড়া ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা তুলে বাজারে যাওয়ার পথে ভেগাই হালদার পাবলিক একাডেমীর সামনে এলে উল্লেখিত ওই দুই আসামীর পরামর্শে পিয়াল রাসেলের উপর হকিষ্টিক দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে রাসেল রক্তাক্ত জখম হয়। রাসেলকে রক্তাক্ত আহতাবস্থায় উদ্ধার করে ওই দিনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে বলও জানান ওসি আফজাল হোসেন।

(টিবি/এসপি/অক্টোবর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test