E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ৩০তম লক্ষ্মী দশহরার মেলা

২০১৮ অক্টোবর ২৬ ১৫:৫০:৩৭
আগৈলঝাড়ায় ৩০তম লক্ষ্মী দশহরার মেলা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ৩০বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির সেতু বন্ধনের বিরল দৃষ্টান্ত অটুট রেখে আগৈলঝাড়ায় লক্ষ্মী পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী লক্ষ্মী দশহরার মেলা শুক্রবার বিকেলে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এইলক্ষ্মী দশহরার মেলা ১৯৮৮ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। সনাতন ধর্মে ধনের দেবীলক্ষ্মী পূজার এক দিন পরে প্রতি বছর এ মেলা অনুষ্ঠিত হয়।

ধর্মীয় ঐতিহ্যেলক্ষ্মী দশহরার মেলা হলেও মূলতঃ আগৈলঝাড়ার সকল ধর্মের লোকজনের কাছে ৩০তম দশহারা মেলা একটি অসাম্প্রদায়িক সংস্কৃতিতে পরিণত হয়েছে। মেলায় গভীর রাত পর্যন্ত বিভিন্ন ধর্মাবলম্বী বিশ সহস্রাধিক নারী-পুরুষ ক্রেতা আর দর্শনার্থীর সমাগম ছিল লক্ষনীয়। ওসি মো. আফজাল হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের অতিরিক্ত আইন শৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারির মধ্যে মেলায় ছিল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ কাঠের তৈরি আসবাবপত্র, সৌখিন দ্রব্যাদি ও খেলনার বাহারী পশরা। পূজারী ভক্তরা উপজেলার বিভিন্ন স্থান থেকে লক্ষ্মী প্রতীমা নিয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। বিভিন্ন বাদ্য-বাজনায় পূজারীরা পুরো মেলাঙ্গন মাতিয়ে তোলেন।

মেলায় ঢাকী, বাঁশী, নৃত্য, ধর্মীয় গান ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং মেলায় আগত প্রতীমা প্রতিযোগীতার ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হয়।

(টিবি/এসপি/অক্টোবর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test