E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ-৩ : নৌকায় ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাশী ধলুর গণসংযোগ

২০১৮ অক্টোবর ২৬ ১৫:৫৩:১৯
নওগাঁ-৩ : নৌকায় ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাশী ধলুর গণসংযোগ

নওগাঁ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার দিন যতই ঘনিয়ে আসছে, নওগাঁ- ৩  (মহাদেবপুর-বদলগাছী) আসনে মনোনয়ন প্রত্যাশীদের গনসংযোগ ততই বৃদ্ধি পাচ্ছে। জোট ও মহাজোটের সম্ভাব্য প্রার্থীদের পদচারনায় বেশ জমে উঠেছে নির্বাচনী মাঠ। সভা সমাবেশ, গণসংযোগ, পোষ্টার, ব্যানার, ফেস্টুন ও মতবিনিময় সভার মাধ্যমে এসব প্রার্থীরা নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। সেই সঙ্গে প্রত্যন্ত গ্রামের নেতাকর্মীদের সাথে কুশলাদি বিনিময়, অসুস্থদের সাথে সাক্ষাৎ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে এই আসনে রাজনীতিতে ততই নতুন মাত্রা যোগ হচ্ছে। 

বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের কাছে কদর বাড়ছে তৃণমূল নেতাকর্মীদের। এই আসনে আওয়ামী লীগের ৫জন, বিএনপির ৩জন ও জাতীয় পার্টির ১জন মনোনয়ন প্রত্যাশী এখন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এলাকায় আওয়ামীলীগের নৌকায় ভোট চেয়ে যারা গনসংযোগ করছেন তারা হলেন, বর্তমান সংসদ সদস্য আলহাজ¦ ছলিম উদ্দীন তরফদার সেলিম, সাবেক সংসদ সদস্য ও বিএমডিএর চেয়ারম্যান আলহাজ্ব ড.আকরাম হোসেন চৌধুরী, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহাদেবপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা প্রয়াত মতিউর রহমানের পুত্র মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, সাবেক সচীব এনামুল হক এবং সাবেক পুলিশ সুপার পত্নী সখিনা সিদ্দিকী।

নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা ওপর মহলে লবিং শুরু করে দিয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু জানান, বাংলাদেশের উন্নয়নে আওয়ামীলীগ সরকার রোল মডেল। তাই বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই।

শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎতায়ন, রাস্তা-ঘাট ও ব্রীজ-কালভার্ট নির্মাণসহ দেশের টাকায় পদ্মাসেতু নির্মাণ করে দেশের উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন জননেত্রী শেখ হাসিনা। দলের হাইকমান্ড যাকে যোগ্য মনে করেন একাদশ সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে তাঁকেই দলীয় মনোনয়ন প্রদান করবেন।

ধলু আরো বলেন, ‘আওয়ামীলীগ যদি আমাকে নৌকা প্রতিক দেয় তবে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো। এ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীর মধ্যে পছন্দের প্রাথীর্ নিয়ে মতভেদ থাকলেও নৌকা প্রতিক নিয়ে কারো কোন বিরোধ নেই’। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজার এলাকায় গনসংযোগ করেন।

এদিকে নির্বাচন ঘনিয়ে আসায় প্রতিদিনই এ আসনে গ্রামগঞ্জ, হাটবাজার ও পাড়া মহলøায় দলটির কোন না কোন মনোনয়ন প্রত্যাশী তার কর্মী ও সমর্থক নিয়ে নৌকা প্রতিকে ভোট চেয়ে সরকারের উন্নয়নের বার্তা ভোটারদের কাছে পৌছে দিচ্ছেন। সেই সাথে দলীয় নেতাকর্মীদের নিয়ে মটরসাইকেল শো-ডাউন অব্যাহত রেখেছে মনোনয়ন প্রত্যাশীরা।

মনোনয়ন প্রত্যাশীদের ছবিসহ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং নৌকা প্রতিক সম্বলিত বেনার, পোস্টার, লিফলেট ও স্টিকারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকার বিভিন্ন দেয়াল ও চায়ের দোকান গুলোতে। এ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা যে যার মতো করে নিজেদের রাজনৈতিক ও পারিবারিক অবস্থান তুলে ধরে দলীয় নেতাকর্মীদের কাছে টানার চেষ্টা করছেন।

অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, বদলগাছী থানা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, নওগাঁ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব রবিউল আলম বুলেট ও সাবেক ডেপুটি স্পীকারের পুত্র পারভেজ আরেফীন সিদ্দিকী জনি। জোট ও মহাজোটের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীর বাইরে জাতীয় পাটির্ (এরশাদ) থেকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নওগাঁ জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে এই আসনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।

(বিএম/এসপি/অক্টোবর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test