E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় অপহরণের ১০ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী সালমা

২০১৮ অক্টোবর ২৬ ১৯:১৮:২৬
সাতক্ষীরায় অপহরণের ১০ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী সালমা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অপহরণের ১০ দিনেও উদ্ধার হয়নি সাতক্ষীরা শহরের কামাননগরের নবম শ্রেণীর স্কুল ছাত্রী সালমা আক্তার বেনু। গত ১৭ অক্টোবর দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের অগ্রণী ব্যাংকের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

সাতক্ষীরা শহরের কামাননগরের আবুল হোসেন জানান, তার মেয়ে সালমা আক্তার বেনু নবারুন বালিকা বিদ্যারয়ের নবম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়া ও আসার পথে তাকে উত্যক্ত করতো শহরতলীর বাকাল গ্রামের আব্দুল মজিদের ছেলে রবিউল ইসলাম। বিয়টি তার বাবা ওমাকে অবহিত করা হয়। এরপরও তারা বিষয়টি কোন গুরুত্ব দেননি।

একপর্যায়ে গত ১৭ অক্টোবর দুপুর ১২টার দিকে তার মেয়ে বেনু শহরের অগ্রণী ব্যাংকের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় রবিউল ও বাগবাটি গ্রামের শরিফুল ইসলামের ছেলে আরিফুল ইসলামসহ কয়েকজন বেনুকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে।

অপহরণকারিদের বাড়িতে গেলে তাদের পরিবারের স্বজনরা যা করেছে বেশ করেছে বলে তাকে তাড়িয়ে দেয়। সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করে না পাওয়ায় ২১ অক্টোবর থানায় অভিযোগ করা হয়। এরপরও ২৬ অক্টোবর রাত সাড়ে সাতটা পর্যন্ত মেয়ের সন্ধান পাননি তিনি।

জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, মেয়েটি উদ্ধার ও অপহরণকারিদের আটকের চেষ্টা চলছে।

(আরকে/এসপি/অক্টোবর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test