E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় নৌকায় ভোট চাইলেন সাবেক ছাত্রলীগ নেতারা

২০১৮ অক্টোবর ২৭ ১৬:২৫:৩১
সাতক্ষীরায় নৌকায় ভোট চাইলেন সাবেক ছাত্রলীগ নেতারা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নৌকা চিহ্নে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। নৌকা মার্কা যেখানে ভোট দেবেন সেইখানে। শান্তি ওসমৃদ্ধির প্রতীক কি? নৌকা ছাড়া আবার কি? এমন সব স্লোগান দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় নৌকা মার্কায় ভোট চাইলেন সাবেক ছাত্রলীগ  নেতারা।

তারা বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। তার গতিকে থামানো চলবে না। তাকে এগিয়ে নিতে হবে। নৌকায় ভোট দিন। নৌকা উন্নয়ন দেয়। নৌকা সমৃদ্ধি দেয়। নৌকায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে।

তারা আরো বলেন, মানুষ এখন পেট পুরে খেতে পায় , তারা কাজ পায়। তাদের জমিতে ফসল ফলে। দেশে খাদ্য সংকট নেই। বিশ্ববাজারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল । তাই নৌকায় ভোট দিয়ে দেশ জাতি ও সমাজকে আরও এগিয়ে নিন।

শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয় নৌকার পক্ষে প্রচার। পরে সাবেক ছাত্রলীগ নেতারা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং জনতার হাতে নৌকার হ্যাণ্ডবিল তুলে দেন।

সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির আহবায়ক শেখ সাহিদউদ্দিনের সভাপতিত্বে লিফলেট বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগের সভাপতি আবদুল মান্নান, সাবেক সভাপতি ও ছাত্রনেতা সমন্বয় কমিটির সদস্য সচিব এজাজ আহমেদ স্বপন, সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জিএম ফাত্তাহ, শেখ নাসিরুল হক, সেলিম রেজা সবুজ, শেখ সফিউদ্দিন, মো. নুরে আলম, মীর মাহমুদ আলি , সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, শরিফুল ইসলাম খান, মো. সালাহউদ্দিন, কোহিনুর ইসলাম, অনিত মুখার্জী, বিকাশ সরকার, সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু মনিরুল ইসলাম মনি, মোকলেছুর রহমান প্রমুখ।

লিফলেট বিতরণ কর্মসূচিতে তারা বলেন অসাম্প্রদায়িক, জঙ্গিবাদমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই ।

‘নৌকা প্রতীক’ আওয়ামী লীগের পরিচয় উল্লেখ করে সাবেক ছাত্রনেতারা আরও বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও তার দলকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনা দরকার। এজন্য সকল অপশক্তিকে প্রতিহত করে নৌকায় ভোট দিতে হবে।

(আরকে/এসপি/অক্টোবর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test