E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

২০১৮ অক্টোবর ২৮ ১৭:০৪:২৬
জামালপুরে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

জামালপুর প্রতিনিধি : সারাদেশের ন্যায় জামালপুরে পরিবহন ধর্মঘট চলছে। জামালপুর-ময়মনসিংহ-ঢাকা ও জামালপুর-টাঙ্গাইল-উত্তরবঙ্গ রুটে সব ধরনের দূরপাল্লার যানবহন চলাচল বন্ধ রয়েছে। পুর্ব ঘোষনা ছাড়াই পরিবহন ধর্মঘট ডাকায় পৌর বাসটার্মিনাল ও কেন্দ্রীয় বাসটার্মিনালে যাত্রীরা এসে গন্তব্যের গাড়ী না পাওয়ায় চরম দূর্ভোগে পড়েছে। সকাল ১০ টায় জামালপুর-ময়মনসিংহ রুটে শরিফপুর বাজাওে ধর্মঘটকারীরা ৬টি আটোবাইক ভাংচুর ও জামালপুর-টাঙ্গাইল রুটে  গাড়ী নিয়ে বের হওয়ার অভিযোগে পিকআপভ্যান ড্রাইভারদের গাড়ী থেকে নামিয়ে মুখে চুনকালী মাখিয়ে কান ধরে উঠবাস করাচ্ছে বলে ড্রাইভার চাঁনমিয়াসহ একাধিক ড্রাইভার অভিযোগ করেছে। 

জামালপুর কেন্দ্রীয় বাসট্যান্ড ও পৌর বাসস্ট্যান্ড থেকে চলাচলরত ১২টি রুটে সড়ক নিরাপত্তা আইন সংশোধনের দাবী রোববার সকাল থেকে ধর্মঘট চলছে। এ রির্পোট লেখা পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঢাকায় বেসরকারী সংস্থায় কর্মরত জামালপুরের পাথালিয়া গ্রামের আলিমুল ইসলাম আকাশ ছুটিতে গ্রামের বাড়ীতে এসেছিলেন। আগামীকাল যোগদানের তারিখ। বাড়ী থেকে জামালপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এসে গাড়ী পাচ্ছেন না। তিনি বলেন, আমি জানিনা আজ থেকে পরিবহন ধর্মঘট। পুর্বে ধর্মঘটের কথা জানলে গতকালই ঢাকায় চলে যেতাম। আজ যেতে না পারায় হইতো আমার চাকুরিটা থাকবেনা। ব্যবসায়ী মাদারগঞ্জের গুণারীতলার হেলাল উদ্দিন জরুরী কাজে ঢাকায় যাবেন। যেতে না পেয়ে বড় ক্ষতি হয়ে গেল বলে জানালেন। মেলান্দহের মাহমুদপুরের ইউসুফ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর বাবার অপারেশন। বাড়ী এসেছিলেন অপারেশনের টাকা সংগ্রহ করতে। টাকা নিয়ে জামালপুরে বাসস্ট্যান্ডে এসে দেখেন ধর্মঘট। ঢাকায় যেতে না পারায় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

আন্দোলনরত পরিবহন শ্রমিকরা জানায়, ফাঁসির দড়ি গলায় নিয়ে আমরা গাড়ী চালাতে পারবোনা। আমরা একদিন গাড়ী চালাতে না পারলে ঘরে চুলো জ্বলেনা। এক্সিডেন্ট করলে ৫লাখ জরিমানার টাকা আমরা কোথায় পাবো। শ্রমিকের উপর জুলুমকারী সড়ক নিরাপত্তা আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবোনা।

জামালপুর জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাহাবুব আনাম বাবলা বলেন, এই আইনের সংশোধন করা ও বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে কতিপয় বাস্তব সমস্যা নিরসনের লক্ষ্যে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সরকারের কাছে ৮ দফা দাবী উপস্থাপন করেছে। শ্রমিকবান্ধব এসব দাবী সরকার মেনে নিলে আমরা রাজপথ ছাড়বো।

(আরআর/এসপি/অক্টোবর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test