E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাসদকে বর্জনের দাবিতে কুষ্টিয়ায় দুই উপজেলা আ.লীগের যৌথ সভা

২০১৮ অক্টোবর ২৮ ২২:৪৯:৪৭
জাসদকে বর্জনের দাবিতে কুষ্টিয়ায় দুই উপজেলা আ.লীগের যৌথ সভা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও জাসদকে বর্জনের দাবিতে মিরপুর ও ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (২৮ অক্টোবর) দিনব্যাপি মিরপুর ও ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে মিরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভেড়ামারা আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠু, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা এ্যাডভোকেট সাইফুল ইসলাম রানা, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, রবিউল হক রবি, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, মিরপুর পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মালিথা, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম নজু প্রমুখ।

ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম নজু বলেন, “গণবাহিনীর নেতা, কুখ্যাত সন্ত্রাসী জাসদের নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আমাদের লড়াই। তাকে হারিয়ে এই ভেড়ামারা-মিরপুরে আওয়ামীলীগের সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমাদের এ লড়াই।”

আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম রানা এ্যাডভোকেট বলেন, “যে নৌকায় ভোট দিলে ইনু এমপি হবে আমরা সেই নৌকায় ভোট দিবো না। আমরা চাই জাসদের ইনু না আওয়ামীলীগের এমপি।”

জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম বলেন, “মিরপুর-ভেড়ামারায় ইনু সাহেব আজকে মাঠে-ঘাটে-গ্রাম-পাড়া ও মহল্লায় আওয়ামী লীগকে নিশ্বেস করে তার জাসদ কায়েম করার পায়তারা করছেন। যে নির্যাতন চালাচ্ছে তার প্রতিকার দরকার।”

ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি শামিমুল ইসলাম ছানা বলেন, “আজকে হাসানুল হক ইনুর গুন্ডা বাহিনীর বিরুদ্ধে মিরপুর-ভেড়ামারার আওয়ামী লীগ ঐক্যবন্ধ হয়েছে।

ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠু বলেন, আমরা জাসদ নয়, আওয়ামীলীগের এমপি চাই। প্রয়োজনে আমরা আওয়ামীলীগ থেকে একযোগে পদত্যাগ করে সতন্ত্র প্রার্থী দিয়ে জাসদের পরাজয় নিশ্চিত করবো।”

মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন বলেন, “২০০৮ সালে ইনু সাহেব নৌকায় নির্বাচন করে এমপি হয়েছেন। জীবনে উনি স্বপ্নে দেখেননি, ভাবেনও নি, ছেঁড়া কাথায় শুয়ে কোটিপতি হয়েছেন উনি। কারন ১ লক্ষ ৭০ হাজার ভোট পেয়েছেন তা উনি কোনদিন ভাবেনও নি। আর ২০১৪ সালের নির্বাচনে আমরা ভিক্ষা দিয়েছি। আওয়ামীলীগ নেতৃবৃন্দরা দয়া করেছে। এবার আমরা দেখাবো, আসতে হবে মাঠে, আমরা লড়ায়ের জন্য প্রস্তুত। আমরা নৌকার বিরুদ্ধে নয়, আপনার মতো নৌকার মাঝির বিরুদ্ধে।”

সভাপতির বক্তব্যে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, “মিরপুর-ভেড়ামারায় যারা ইনুর পক্ষে নির্বাচন করবে আমরা তাদের দল থেকে বহিষ্কার করবো। ইনু সাহেব আপনি আমাদের সকল নেতা কমীীদের উপরে অত্যাচার নির্যাতন করেছেন, তার প্রতিবাদের জন্যই আমরা সোচ্চার হয়েছি। আগামী নির্বাচনে আপনার পরাজয় নিশ্চিত করবো।

বর্ধিত সভায় মিরপুর ও ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

(কেকে/এসপি/অক্টোবর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test