E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে দুপুরের খাবার খেয়ে প্রায় দুই শতাধিক পোষাক শ্রমিক অসুস্থ

২০১৮ অক্টোবর ২৮ ২২:৫৪:৪৩
ধামরাইয়ে দুপুরের খাবার খেয়ে প্রায় দুই শতাধিক পোষাক শ্রমিক অসুস্থ

স্টাফ রিপোর্টার : ঢাকার ধামরাই পৌরসভার কচমচ এলাকায় অবস্থিত স্নোটেক্স নামের একটি পোষাক কারখানায় দুপুরের খাবার খেয়ে প্রায় দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পরেছে।

তাদেরকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতাল ও গনস্বাস্থ্য মেডিকেলেসহ সাভার এনাম ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

রবিবার (২৮অক্টোবর) বেলা ৩টার দিকে শ্রমিকরা অসুস্থ্য হয়ে পড়ে। এসময় ওই পোষাক কারখানার কর্তিপক্ষ সকল শ্রমিকদের ছুটি দিয়ে দেয়।

স্নোটেক্স কারখানার শ্রমিক সোহেল, রাসেল, বাদল, শিউলী, সুমি, তাসলিমাসহ অনেক শ্রমিক জানান, রবি দুপুরে মধ্যহ্ন ভোজনের পর শ্রমিকরা যার যার কাজে যায় কিন্তু বেলা ৩ঘটিকার সময় হঠাৎ করে কারখানার দুই ফ্লোরের প্রায় দুইশতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে পরে।

অসুস্থ্যদের উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতাল ও গণস্বাস্থ্যসহ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এই ব্যাপারে স্নোটেক্স কারখানার সহকারী পরিচালক মো. জয়দুল হোসেন বলেন, দুপুরে খাবার খেয়ে শ্রমিকরা সবায় কাজে যোগদান করেন কিন্তু হঠাৎ করে তিন তলার সি ফ্লোরের বেশ কিছু মেয়ে শ্রমিক বমি করে অসুস্থ্য হয়ে পরে। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে কি কারণে অসুস্থ্য হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

(টি/এসপি/অক্টোবর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test