E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আইন ব্যবস্থা স্বাধীন বলেই প্রেট্রোল বোমার সন্ত্রাসীরা জামিন পায়’ 

২০১৮ অক্টোবর ২৯ ১৫:২৬:৩৫
‘আইন ব্যবস্থা স্বাধীন বলেই প্রেট্রোল বোমার সন্ত্রাসীরা জামিন পায়’ 

কুষ্টিয়া প্রতিনিধি : ‘বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায়’ এমন মন্তব্য করে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, এই নির্বাচন কমিশন নিয়ে যারা বিতর্ক বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তারা মূলত নির্বাচনকে ভয় পেয়ে তা বানচালের অপতৎপরতায় লিপ্ত। এই কমিশন স্বচ্ছ পক্রিয়ায় একটি উৎসব মুখর নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। 

আজ সোমবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় “দেশে আইনে শাসন নেই” বিএনপির এমন দাবি প্রসঙ্গে হানিফ আরো বলেন, দেশের আইন ব্যবস্থা স্বাধীন বলেই এখনও প্রেট্টল বোমার সন্ত্রাসীরা জামিন নিয়ে বাইরে ঘুরে বেড়াতে পারছেন। দেশবাসী মনে করেন পেট্টল বোমার সন্ত্রাসীরা যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাতে তাদের বাইরে থাকার কথা নয়, শুধু বিচার ব্যবস্থা স্বাধীন বলেই তা সম্ভব হয়েছে।

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানীত হওয়ায় আদালত তাকে দন্ড দিয়েছে। বিএনপির বড় বড় আইনজীবীরা তাকে নির্দোষ প্রমান করতে পারবেন না কারন বেগম জিয়া এতিমের টাকা আত্মসাত করেছেন। এটা জেনেই তারা আইনী লড়াই বাদ দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে বেগম জিয়াকে মুক্ত করতে চান। এতেই প্রমান হয় দেশের বিচার ব্যবস্থার উপর তাদের কোন শ্রদ্ধা নেই।

এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা এবং আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(কেকে/এসপি/অক্টোবর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test