E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সুন্দরবনে শুটকি মৌসুমকে সামনে রেখে জেলেদের সমুদ্রে যাত্রা শুরু

২০১৮ অক্টোবর ২৯ ১৫:৪৮:৩১
সুন্দরবনে শুটকি মৌসুমকে সামনে রেখে জেলেদের সমুদ্রে যাত্রা শুরু

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগর পাড়ের সুন্দরবনের দুবলার চরে মৎস্য আহরণ ও শুটকি প্রক্রিয়াকরণ মৌসুমকে সামনে রেখে জেলেরা সমুদ্র যাত্রা শুরু করেছেন। ইলিশ আহরণ ও সুন্দরবনে সব ধরণের মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরদিন আজ সোমবার সকাল থেকেই হাজার হাজার জেলে ঝড়-জলোচ্ছ্বাসের আশংকা মাথায় নিয়েই মোংলার পশুর নদীর চিলা খালের মোহনা হতে জাল-নৌকা ও শুটকি তৈরির উপকরন নিয়ে সাগর পাড়ের দূর্গম চরাঞ্চল ও সমুদ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। এবছর সুন্দরবনের দুবলার চরে শুটকি আহরণ মৌসুম শুরু হবে ১ নভেম্বর থেকে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলায় এবারের শুটকি আহরণনে দুই কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছেন বন বিভাগ। জেলেদের জন্য এবার দুবলার চরে ১ হাজার ২৫টি জেলে ঘর ও জেলেদেও মহাজনদের জন্য ৪৮টি ডিপো ঘরের অনুমোদন দিয়েছে সুন্দরবন বিভাগ। প্রতিটি ঘর ২৮ ফুট দৈর্ঘ্য এবং ১২ ফুট প্রস্থ নির্ধারণ করে ঘরের মাপও ঠিক করে দেয়া হয়েছে। প্রতি বছর অক্টোবরের শেষ থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত চলে সুন্দরবনের দুবলার চরের এ শুটকি মৌসুম।

(এসএকে/এসপি/অক্টোবর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test