E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরের কামারের চর কর্মী সমাবেশে হাজারো মানুষের ঢল

২০১৮ অক্টোবর ২৯ ১৭:৩৩:২৫
শেরপুরের কামারের চর কর্মী সমাবেশে হাজারো মানুষের ঢল

শেরপুর প্রতিনিধি : শেরপুরে ১নং কামারের চর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ২৮ অক্টোবর রোববার বিকেল ৩টায় কামারের চর পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছানুয়ার হোসেন ছানুর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আ’লীগের সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চর মোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদুজ্জামান, জেলা আ’লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক বিনয় সাহা, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ভাতশালা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ভুট্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহমেদ শাকিল, কামারের চর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ’লীগ নেতা হাফিজুর রহমান দুলাল মাস্টার।

বিকেল ৩ টার পর থেকে মিছিলে মিছিলে মুখরিত হতে থাকে সভাস্থল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ২০ বছরে এমপি থাকাকালীন সময়ে কামারের চরে কোন জনসভায় এতো লোক হয়নি। তিনি অভিভূত হয়েছেন চরের মানুষের ভালোবাসায়। ভবিষ্যতে তিনি কামারের চর থেকেই তার অসমাপ্ত কাজ শুরু করবেন। কামারের চর থেকে ৬নং চর, চৌধুরী বাড়ীর মোড় এবং ৭নং চর দশানী ব্রীজ নির্মাণ করে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক বসিরুল ইসলাম সেলু, শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা, শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সদর উপজেলা আ’লীগের সভাপতি চেয়ারম্যান আমির আলী সরকার, বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর বেগম বিদ্যুৎ, জেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, শেরপুর রোটারী প্রেসিডেন্ট মনির উদ্দিন আহম্মেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলামসহ জেলা আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, মহিলা আ’লীগ এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা উপস্থিত ছিলেন।

(এসআর/এসপি/অক্টোবর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test