E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচর উপজেলা পরিষদের ছাদ থেকে পড়ে পল্লী উন্নয়ন কর্মকর্তার মৃত্যু

২০১৮ অক্টোবর ২৯ ১৮:২৭:১৭
সুবর্ণচর উপজেলা পরিষদের ছাদ থেকে পড়ে পল্লী উন্নয়ন কর্মকর্তার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের চার তলা ছাদ থেকে নিচে পড়ে উপজেলার পল্লী উন্নয়ন অফিসের হিসাবরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) কিশোর চন্দ্র মজুমদার (৫৫) নিহত হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবুু ওয়াদুদ জানান, ২৯ অক্টোবর সোমবার সুবর্ণচর উপজেলায় প্রাথমিক ও কলেজ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পর্যায়ে বিজয় ফুল অনুষ্ঠানের প্রতিযোগীতা চলছিল। হঠাৎ খবর পেলাম পল্লী উন্নয়ন অফিসের হিসাবরক্ষক কিশোর কুমার মজুমদার চারতলা থেকে নিচে পড়ে গেছে। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিস্তারিত জানা যাবে।

নিহত কিশোর চন্দ্র মজুমদার সুবর্ণচর উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের বৈরাগী বাজার সংলগ্ন ৫নং ওয়ার্ডের চর বজলুল করিম গ্রামের নিত্যলাল মজুমদারের ছেলে।দির্ঘ তিন বছর ধরে সুবর্ণচর উপজেলা পল্লী উন্নয়ন অফিসে সহকারি হিসাবরক্ষক হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। এর আগে হাতিয়া উপজেলার পল্লী উন্নয়ন অফিসের হিসাবরক্ষকের দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোর চন্দ্র মজুমদার ভবনের চারতলায় বারান্দায় রেলিংয়ের উপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান।

(এস/এসপি/অক্টোবর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test