E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ১৭

২০১৮ অক্টোবর ৩১ ১৭:০৮:২৭
মাগুরায় দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ১৭

দীপক চক্রবর্তী, মাগুরা : মাগুরার মহম্মদপুর উপজেলার কালুকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উরুড়া ও কালুকান্দি দ্ইু গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ১৭ জন আহত, ৭টি ঘর ও ২টি ভাটায় ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৫ রাউন্ড গুলি নিক্ষেপ করে। বুধবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

গুরুতর আহত আজিজুল (২০) কে মাগুরা সদর হাসপাতালে ও চুন্নু শিকদার (৩৮), খসরু শিকদার (৩৫), মঞ্জু শিকদার (২২), জুয়েল (১৪), অঞ্জু মোল্যা (৪৪), জহুর বিশ্বাস (২৮), ইকরামুল মন্ডল (২২), হাফিজার খাঁন (৩৫) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশের সদস্য এসআই হাফিজ ও আজমসহ বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালুকান্দি মোড়ে মঙ্গলবার বিকালে তৈয়বের ছেলে ঝন্টু ও সাকিবের ছেলে টুকুর সাথে হাই শেখের ছেলে তারিকুলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার ভোরে আক্কাচ মোল্যার ভাটার সামনে বাহাজউদ্দিনের নেতৃত্বে কালুকান্দি গ্রামের বাসিন্দারা এবং তৈয়বের নেতৃত্বে উরুড়া গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পূণরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ডিসি/এসপি/অক্টোবর ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test