E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় জেএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৮ শিক্ষার্থী

২০১৮ নভেম্বর ০১ ১৬:০২:৫২
আগৈলঝাড়ায় জেএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৮ শিক্ষার্থী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল শিক্ষা বোর্ডের অধিনে বরিশালের আগৈলঝাড়ায় নকল মুক্ত, শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি, জেডিসি ও কারিগরি শিক্ষা বোর্ডের প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৫টি কেন্দ্রে জেএসসি, ১টি কেন্দ্রে জেডিসি ও ৩টি কেন্দ্রে বৃহস্পতিবার জেএসসি ও জেডিসি’র পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র মতে, জেএসসি পরীক্ষার্থী ২৬১৫ জনের মধ্যে অনুপস্থিত ছিলো ৩৯জন শিক্ষার্থী।

জেডিসি ২২১ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১১ জনসহ মোট ৫৮জন পরীক্ষার্থী। উপজেলার সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী ও শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নিবাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি কেন্দ্র ও পরীক্ষার অনুকুল পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষকদের আগামী পরীক্ষাগুলোতেও পরীক্ষার বর্তমান পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

(টিবি/এসপি/নভেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test